Rupsa- Sayandeep Honeymoon Photos: হানিমুনে রূপসা- সায়নদীপ, আদুরে মুহূর্ত শেয়ার করলেন নব- দম্পতি

Tollywood Couple: আশ্বিন মাসে সাধারণত হিন্দু- বাঙালিদের বিয়ে হয় না। তবে ব্রাহ্মণের থেকে বিশেষ তারিখ নিয়ে পাকা হয়েছিল জুটির বিয়ের তারিখ। এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে জুটির বিয়ের নানা মুহূর্ত।

Advertisement
হানিমুনে রূপসা- সায়নদীপ, আদুরে মুহূর্ত শেয়ার করলেন নব- দম্পতি  রূপসা- সায়নদীপ (ছবি: ইনস্টাগ্রাম)

দেবীপক্ষে সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়। আশ্বিন মাসে সাধারণত হিন্দু- বাঙালিদের বিয়ে হয় না। তবে ব্রাহ্মণের থেকে বিশেষ তারিখ নিয়ে পাকা হয়েছিল জুটির বিয়ের তারিখ। এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে জুটির বিয়ের নানা মুহূর্ত। লক্ষ্মীপুজো কাটিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন নব-দম্পতি। নিজের সোশ্যাল পেজে হানিমুনের একগুচ্ছ ছবি- ভিডিও শেয়ার করেছেন টেলি অভিনেত্রী। 

হানিমুন ডেস্টিনেশন হিসাবে সিকিমকে বেছে নিয়েছেন সায়নদীপ- রূপসা। সিকিমের পশ্চিম দিকটাই মূলত ঘুরেছেন তাঁরা। পেলিং, ইয়াকসামের বিভিন্ন লোকেশন থেকে নানা লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করেছেন। কখনও পোজ দিয়েছেন পাহাড়ি ঝর্ণার সামনে, আবার কখনও আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন ব্রেকফার্স্ট টেবিলে বসেই। সব মিলিয়ে বোঝা যাচ্ছে কোয়ালিটি টাইম কাটিয়েছেন জুটি।

 

তবে দিন তিনেকের জন্যই ঘুরতে গিয়েছিলেন তাঁরা। দু'জনেরই কর্মব্যস্ততা রয়েছে। ফলে অল্প ছুটি নিয়েই ঘুরে এসেছেন। দীপাবলি উৎসব পরিবারের সঙ্গেই কাটাবেন জুটি। ইতিমধ্যেই তাঁদের সংসার সেজে উঠেছে আলোর মালায়। সেই ছবিও ইনস্টাগ্রামে তুলে ধরেছেন রূপসা।         

 

 

এর আগে হানিমুন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমকে রূপসা বলেন, "সায়ন নতুন কাজে যোগ দিয়েছে। ওর কাজ শুরু হয়ে গিয়েছে। এখন দু’-তিন দিন ওকে যেতেই হচ্ছে। এ ছাড়া বিয়ের উপহারগুলোই এখনও খুলে দেখা হয়নি।" সায়নদীপের বাড়িতে লক্ষ্মীপুজো হয়। সেই পুজোর পরে বেড়াতে যাবেন তাঁরা। তবে এটা তাঁদের মধুচন্দ্রিমা নয়। শুধু  দিন তিনেকের ছুটি পেয়েছেন সায়নদীপ। আপাতত সিকিম বেড়াতে যাবেন। পরে সময় পেলে লম্বা ছুটি নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা রয়েছে নব দম্পতির। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rupsa Chatterjee (@chatterjeespeaking)

Advertisement

আশ্বিন মাসে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "অনেকগুলো কাজ বাকি রয়েছে। সেগুলো সারতে হবে। আমার শাশুড়ির পায়ে একটা অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সেটা প্রথমে নভেম্বর মাসে হওয়ার কথা ছিল। কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ হওয়ায় সেই অস্ত্রোপচার আগেই করতে হবে। তাই বিয়ের তারিখও এগিয়ে আনতে হল। কারণ অস্ত্রোপচার হওয়ার পরে বিয়ে করলে, তিনি কোনও ভাবেই যোগ দিতে পারবেন না। এটা একটা অন্যতম কারণ বিয়ের তারিখ এগিয়ে আনার। আমরা পুরোহিতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিই। কিছু বিশেষ দিন পঞ্জিকাতেই পাওয়া যায়। তাড়াহুড়ো থাকলে এই তারিখে বিয়ের ব্যবস্থা করা হয়। দেখা যায় মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদেই একটা ভাল দিন রয়েছে।" 

সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় জুটির নানা আদরমাখা মুহূর্ত। সই-সাবুদের পর সামাজিক বিয়ের আসর বসে ঠাকুরপুকুরের একটি বেঙ্কোয়েট হলে। বিয়ের জন্যে মেরুন রঙা বেনারসির লেহেঙ্গা বেছে নিয়েছিলেন কনে, সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না। মাথায় ছিল শোলার মুকুট, হাতে গাছকৌটো, মুখে লাজুক হাসি। বিয়ের দিন মেনুতে বাঙালি পদ থাকলেও, রিসেপশনের খাবার ও পোশাকে ছিল পশ্চিমী ছোঁয়া। 

প্রসঙ্গত, প্রায় বছর দুয়েক আগে আলাপ হয় সায়নদীপ- রূপসার। এরপর বন্ধুত্ব ধীরে ধীর আরও গভীর হয়। বিনোদন নয়, কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত রূপসার বর। সালকিয়াতে নতুন ফ্ল্যাট কিনেছেন সায়ন। সে নতুন বাড়িতেই নিজেদের সংসার পেতেছেন জুটি। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, দুই পরিবার মেতেছিল উদযাপনে। গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল রূপসা- সায়নদীপের এনগেজমেন্ট পার্টি। 

 

POST A COMMENT
Advertisement