Sabyasachi Chowdhury: করোনার পরে জীবনে সংকট সব্যসাচীর, গোপনে কাজ জোগাড় করলেন অভিনেতা

Sabyasachi Chowdhury's New Film: ধারাবাহিক শেষ হওয়ার পরে মাঝে দীর্ঘ বিরতি। অনেকেই উদ্বেগ প্রকাশ করছিলেন তাঁকে পর্দায় না দেখতে পেয়ে। নতুন ছবির আসার খবর পেয়ে, তারা  দারুণ খুশি। এবার সেই দর্শকদের জন্য রয়েছে আরও এক সুখবর। নতুন একটি ছবিতে দেখা যাবে অভিনেতাকে। 

Advertisement
করোনার পরে জীবনে সংকট সব্যসাচীর, গোপনে কাজ জোগাড় করলেন অভিনেতা   অভিনেতা সব্যসাচী চৌধুরী (ছবি: ফেসবুক)

'সাধক বামাক্ষ্যাপা' রূপে  ফের পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী। তবে এবার আর টেলিভিশন নয়। বড় পর্দায় বামদেবের বেশে ধরা দেবেন অভিনেতা। বামাক্ষ্যাপার চরিত্রে সকলের মন জয় করার পরে, সাধক রামপ্রসাদ রূপে ছোট পর্দায় ফিরেছিলেন সব্যসাচী। ধারাবাহিক শেষ হওয়ার পরে মাঝে দীর্ঘ বিরতি। অনেকেই উদ্বেগ প্রকাশ করছিলেন তাঁকে পর্দায় না দেখতে পেয়ে। নতুন ছবির আসার খবর পেয়ে, তারা  দারুণ খুশি। এবার সেই দর্শকদের জন্য রয়েছে আরও এক সুখবর। নতুন একটি ছবিতে দেখা যাবে অভিনেতাকে। 

একেবারে অন্য রকম এক চরিত্রে সব্যসাচীকে দেখতে পাবেন দর্শক। ছবির নাম 'দর্শক'। এটি একটি ছোট ছবি। পরিচালনায় অলোক দে। ছবিতে সব্যসাচীর বিপরীতে অভিনয় করছেন পূজা সরকার। এর আগে  'চেঙ্গিস', 'ফেলু বক্সী' সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন পূজা । তবে 'দর্শক'-র এই জুটি নতুন নয়। সব্যসাচী এবং পূজা এর আগে 'ভাগাড়' ওয়েব সিরিজে জুটি বেঁধেছিলেন।

 

Sabyasachi Chowdhury

নতুন চরিত্র নিয়ে সব্যসাচী বলেন, "ছোট ছবিতে অভিনয় করার সুযোগ তো খুব বেশি হয় না, তাই এই সুযোগ পেয়ে বেশ ভালই লাগছে। তারপর যখন চরিত্রটা শুনলাম, চিত্রনাট্য পড়লাম, কাজ করার ইচ্ছেটা বেড়ে গেল। পূজার সঙ্গেও অনেক দিন পর আবার জুটি বেঁধে কাজ করছি। টিমের অনেককেই আগে থেকে আমি চিনতাম। চেনাশোনা লোকদের সঙ্গে কাজ করতে বরাবর ভালই লাগে।"

মূলত সম্পর্কের গল্প বলে 'দর্শক'। কোভিডের পরেই ভেঙে যায় এক নাটকের দল৷ শুরু হয় এক শিল্পীর সংকট। সামাল দেওয়ার জন্য স্ত্রীর চাকরি কি যথেষ্ট নয়? তাদের দাম্পত্যে কি তৈরি হয় দূরত্ব? সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। এখানে সব্যসাচী এখানে একজন নাট্যকার এবং অভিনেতার চরিত্রে অভিনয় করছেন। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন পূজা সরকার।

 

Sabyasachi Chowdhury

 

ছবিতে সব্যসাচী নাটক এবং অভিনয়কেই প্রাধান্য দিয়ে এসেছে চিরকাল। স্ত্রী সংসার সামলেছে। কিন্তু হঠাৎই সব্যসাচীর মনে হয়, তারও সংসারের কিছুটা ভার নেওয়া উচিত। সে গোপনে একটা কাজ জোগাড় করে। কিন্তু স্ত্রী এই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানে না। এই কাজের কথা হঠাৎ জানতে পারে পূজা। শুরু হয় অশান্তি। কী এমন কাজ করে সব্যসাচী? কেনই বা এই দাম্পত্য কলহ? মানস সরকারের গল্প নিয়ে ছবি বানিয়েছেন পরিচালক। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সাগর শীল। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আগামী ৩০ জুলাই মুক্তি পাচ্ছে 'দর্শক'। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement