গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। বৃহস্পতিবার লেক গার্ডেন্স থেকে গ্রিন করিডোর করে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শোনা যাচ্ছে বুধবার সন্ধ্যে থেকেই অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, বার্ধক্যজনিত কারণেই অসুস্থ তিনি। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছে মেয়ে ও জামাই। দু'দিন আগে কেন্দ্রের পদ্মশ্রী পুরস্কার সম্মান প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ৯০ বছর বয়সে পদ্ম সম্মান পাওয়ার কথা শুনে কিছুটা মর্মাহত হন নবতীপর শিল্পী।
গ্রিন করিডোর করে SSKM থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সঙ্গীতশিল্পীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
করোনায় আক্রান্ত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর চিকিৎসার জন্য SSKM থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলো হাসপাতালে। সকালের মতো গ্রীন করিডোরেই বেসরকারি হাসাপাতালে স্থানান্তর করা হবে শিল্পীকে।
করোনায় আক্রান্ত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর চিকিৎসার জন্য SSKM থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলো হাসপাতালে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতা প্রসঙ্গে মদন মিত্র বললেন, অপমানের জন্যই অসুস্থ হয়েছেন তিনি। এই বয়সে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়ে কেন্দ্রীয় সরকার, কিংবদন্তিতে অসম্মান করেছেন বলেই মনে করেন কামারহাটির বিধায়ক।
করোনায় আক্রান্ত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। এদিন তাঁকে দেখতে SSKM হাসপাতালে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হবে। তাঁর বিশেষ চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন।
করোনা রিপোর্ট পজিটিভ এসেছে 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাঁকে দেখতে SSKM হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বয়সে পদ্মশ্রী খেতাব দিয়ে অপমান করার ফলে সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন, অভিযোগ তুলছে তৃণমূল। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যের শাসক দল নিম্নমানের নোংরা রাজনীতি করছেন। একটা কিছু হলেই সেটাকে নিয়ে রাজনীতি করা মোটেই কাম্য নয়। সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী খেতাব দেশ দিয়েছে, বিজেপি পার্টি নয়। তিনি অসুস্থ তাঁর জন্য আমরা চিন্তিত। তেমন হলে পুরো দেশ সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশে দাঁড়াবে বললেন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
এসএসকেএম -এর চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পরই সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখেছেন, এসএসকেএম -এর ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নিলাদ্রি সরকার। এছাড়াও তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু।
শ্বাসকষ্টের সঙ্গে সামান্য জ্বরও রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাই তাঁর কোভিড হয়েছে কি না, তা দেখার জন্য RT-PCR পরীক্ষা করা হয়েছে। তবে এখনও আসেনি সেই রিপোর্ট।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসএসকেএম-এ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএম -এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, ফুসফুসে সংক্রমণ বেড়েছে তাঁর।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ বেড়েছে বলে খবর। বুধবার রাত থেকেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, বার্ধক্যজনিত কারণেই অসুস্থ তিনি।
'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিত্সায় সোমনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হল। এসএসকেএম -এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন তিনি।
গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। এসএসকেএম -এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি আছেন গীতশ্রী। কিছুক্ষণেই হাসপাতালে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী।