Satabdi Roy's Daughter: মেয়েও অভিনয়কেই পেশা বাছবে? সামিয়ানাকে নিয়ে শতাব্দী যা বলছেন...

Tollywood Star Kid: প্রায় চার দশক ধরে দর্শকের মনের অনেক কাছে রয়েছেন শতাব্দী রায়। নয়ের দশকের বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। বক্স অফিসে দারুণ লক্ষ্মীলাভ করেছিল ছবিগুলি।

Advertisement
মেয়েও অভিনয়কেই পেশা বাছবে? সামিয়ানাকে নিয়ে শতাব্দী যা বলছেন... সামিয়ানা- শতাব্দী (ছবি: ফেসবুক)

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন- পরিবারের দিকে অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের তারকার ছেলে- মেয়েরা কী করেন, তাঁরাও কী অভিনয় পেশার সঙ্গে যুক্ত হবেন? 

প্রায় চার দশক ধরে দর্শকের মনের অনেক কাছে রয়েছেন শতাব্দী রায়। নয়ের দশকের বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। বক্স অফিসে দারুণ লক্ষ্মীলাভ করেছিল ছবিগুলি। এমনকী তাঁর অভিনীত ছবিগুলির বহু গান আজ হিট। অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে। কী করেন তাঁরা? মায়ের মতো কি তাঁরাও বিনোদন দুনিয়ায় পা রাখবেন?

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে ছেলে- মেয়েদের পড়াশোনা, ভবিষ্যৎ কথা বলেন শতাব্দী। অভিনেত্রী বলেন, "মেয়ের ইচ্ছে আছে অভিনয় করার, ও সব সময় বলে। আমার ছেলে এখন স্পেনে মাস্টার্স করছে। আর মেয়ে ক্লাস সেভেনে পড়ে মডার্ন হাই স্কুলে। ছেলের অভিনয় করার ইচ্ছে নেই। তবে এত ডায়লগ মুখস্থ করতে হবে ভেবে মেয়ে বলে, তাহলে বোধ হয় র‍্যাম্প শোতে হাঁটাই ভাল। আসলে এরা খুব সহজ পদ্ধতি খোঁজে। সহজে রিল বা এসব দেখে বলে, জীবনটাই অন্যরকম। তবে ইচ্ছে আছে।" 

শতাব্দী আরও যোগ করেন, "আমার দুঃখ হয় যে আমার মেয়ে কবিতা বলে না, ছেলে একটু লেখে না। আমি মা হিসাবে চাই আমার যা যা গুণ ওরা কিছুটা যেন পায়। কিংবা ওরা যেন আমার থেকে এগিয়ে যাক। কিন্তু ওদের নাচ- গান কিছুতেই খু্ব একটা আগ্রহ নেই। জানি না সময় কী বলবে। তবে আমার কাজগুলো ওরা করলে, আমি খুব খুশি হবো। 

১৯৮৭ সালে মুক্তি পায় শতাব্দীর ছবি 'গুরু দক্ষিণা'। অঞ্জন চৌধুরী পরিচালিত এই ছবিটি আজও ক্লাসিক বাংলা ছবিগুলির মধ্যে একটি। 'গুরু দক্ষিণা'-র গান 'ফুল কেন লাল হয়' আজও জনপ্রিয়। বাপ্পি লাহিড়ীর সুরে, গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। তিন দশক পরে সেই গানের তালে নেচে ওঠেন শতাব্দী। কিছুদিন আগেই মেয়ের সঙ্গে রিলস বানিয়ে শেয়ার করেছেন সকলের সঙ্গে। মেয়ে সামিয়ানার সঙ্গে 'ফুল কেন লাল হয়' গানের সঙ্গে নেচেছেন নায়িকা। মা-মেয়ের সুন্দর নাচ দেখে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার টলিউডের এই স্টারকিডকে বাংলা ছবির পর্দায় দেখার আবদার জানিয়েছেন। যদিও ভবিষ্যতে তিনি মায়ের পথই অনুসরণ করবেন কিনা, তা এখনও জানা যায়নি।  
        

Advertisement

 

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পরে এবছরই টলিউডে কামব্যাক করেছেন শতাব্দী রায়। সম্প্রতি মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ছবি 'বাৎসরিক'। ভৌতিক ঘরানার এই ছবিতে একজন রহস্যময়ীর চরিত্রে দেখা গিয়েছে শতাব্দীকে। ছবির প্রিমিয়ারে ছেলে- মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী- সাংসদ। শামিয়ানা এদিন জানান, এই প্রথমবার মাকে পর্দায় দেখেছেন তিনি।  

 

POST A COMMENT
Advertisement