Sayantika Banerjee Trolled: মাচায় অভিনেত্রী-TMC MLA সায়ন্তিকা ওটা কী পরেছেন? তুমুল ট্রোলিং, Viral Video

Sayantika Banerjee Viral Video: আলোচনায় থাকেন অভিনেত্রী তথা তৃণমূল-কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সম্মান পাওয়া থেকে শুরু করে গত লোকসভা ভোটে টিকিট না পাওয়া, নানা কারণে বারবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

Advertisement
মাচায় অভিনেত্রী-TMC MLA সায়ন্তিকা ওটা কী পরেছেন? তুমুল ট্রোলিং, Viral Videoসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)

টেলি থেকে টলি তারকাদের মাচা অনুষ্ঠান মফস্‌সল হোক কিংবা শহরতলিতে খুবই জনপ্রিয়। আজ থেকে বছর দশেক আগেও দারুণ জনপ্রিয় ছিল এই ধরণের অনুষ্ঠান। বর্তমানে মাচা করলেও, তা স্বীকার করতে চান না, বহু তারকা। মূলত শীতকালই মাচা শোয়ের 'সিজন'। তবে আজকাল প্রায় সারা বছরই দেখা যায়। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে টেলি তারকাদের মাচা শো করতে দেখা গিয়েছে। এবার সামনে এল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের একটি মাচা শোয়ের ভিডিও। চরম ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী- বিধায়ক। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও।

আলোচনায় থাকেন অভিনেত্রী তথা তৃণমূল-কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক সম্মান পাওয়া থেকে শুরু করে গত লোকসভা ভোটে টিকিট না পাওয়া, নানা কারণে বারবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকী ঠোঁটে বোটক্স করেছেন বলেও, কম গালমন্দ শুনতে হয়নি তাঁকে। এবার মাচার মঞ্চে গান গেয়ে ট্রোলড হলেন তারকা-বিধায়ক। শুধু গান নয়, অভিনেত্রীর পোশাক নিয়েও কম চর্চা হয়নি।  

পরনে বেগুনি রঙা সিক্যুইন টপ, সঙ্গে সাদা ব্লেজার। নিম্নাঙ্গের পোশাক বলতে, হাফ কালো রঙা চকচকে স্ল্যাকস এবং হাঁটু অবধি লম্বা বুট। কোমর দুলিয়ে সায়ন্তিকা গাইছেন 'ম্যায় আওয়ারা...'। এক নেটিজেন লিখেছেন, 'ফ্যাশন ইন্ডাস্ট্রির লোক হয়ে এত বাজে ফ্যাশন সেন্স'। অন্য আরেকজন আবার লিখেছেন, 'মঞ্চে ওঠার আগে ওয়াশরুমে গিয়েছিল হয়তো,, সেখানেই প্যান্টটা ভুলে ফেলে এসেছে...।' এক ব্যাক্তির মন্তব্য, 'পায়ে কি ওটা পলিথিন জড়িয়েছে নাকি...।' 

 

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল- কংগ্রসের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। যদিও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। হেরে গিয়েও, এরপর দু'বছর বাঁকুড়াতে এক প্রকার 'ডেলি প্যাসেঞ্জারি' করেন অভিনেত্রী। তাঁর মনে আশা ছিল, লোকসভায় হয়তো ফের সুযোগ পাবেন তিনি। কিন্তু টিকিট না পেয়ে তার গলায় শোনা যায় আক্ষেপের সুর। এরপর ২০২৪ সালে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল- কংগ্রসের প্রার্থী হয়ে বরাহনগর থেকে প্রার্থী হয়ে জয়ী হন তিনি।   

Advertisement

প্রসঙ্গত, ২০০৯ সালে স্বপন সাহার ছবি 'ঘর সংসার'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপর 'টার্গেট- দ্য ফাইনাল মিশন', 'পাপী', 'হ্যাংওভার', 'বিন্দাস', 'হিরোগিরি', 'কেলোর কীর্তি', 'অভিমান' 'ব্যোমকেশ পর্ব', 'আমি যে কে তোমার', 'উমা', 'শেষ থেকে শুরু', 'সেভিংস অ্যাকাউন্ট'-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  

 

POST A COMMENT
Advertisement