সুদীপ্তা, শিবপ্রসাদ, স্বস্তিকা (ছবি: ফেসবুক)বাংলা বিনোদন জগতের বর্তমানে প্রথম সারির চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম আসে। ইন্ডাস্ট্রিতে যদিও সকলের কাছে শিবু নামেই পরিচিত সে দীর্ঘদিন ধরে। চলচ্চিত্র পরিচালক নন্দিতা রায়ের সঙ্গে যৌথভাবে কাজ করেন শিবপ্রসাদ। প্রায় প্রতিটি ছবিই এক অন্য সুতোয় গাঁথেন এই পরিচালকদ্বয়। তাঁদের প্রযোজনা সংস্থা উইন্ডোজের মানবিক ছবিতেও উঠে আসে পারিবারিক রোজনামচার খুব চেনা ক্রাইসিস, যা দেখে যেন মনে হয় ঠিক পাশের বাড়ির গল্প। পরিচালক, প্রযোজকের চেয়ারে বসার আগে শিবপ্রসাদ সকলের মন জয় করেছেন একজন দক্ষ অভিনেতা রূপে। প্রতিবার নতুন চরিত্রের মাধ্যমে সকলের মনে নিজের জায়গা করে নেন তিনি। ফের অভিনেতা রূপে দেখা যাবে শিবপ্রসাদকে। বড় ঘোষণা হল বুধবার।
২০২৬-র শুরুতেই মুক্তি পেয়েছে নন্দিতা- শিবপ্রসাদ প্রযোজিত ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এবছর ২৫ বছর পার করল উইন্ডোজ। তাই বছরটা বাড়তি স্পেশাল। বছরের শুরুতেই , 'ফুল পিসি ও এডওয়ার্ড', 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' দুই নতুন ছবি আসার খবর চাউর হয়েছে আগেই। সে তালিকায় যোগ হল আরও এক ছবির নাম। এই প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেলেও, পরিচালকের দায়িত্বভার পালন করছেন সুমন ঘোষ। ছবির নাম 'ফ্যামিলিওয়ালা'। দীর্ঘদিন পরে অন্য কোনও পরিচালকের পরিচালনায় অভিনয় করবেন শিবপ্রসাদ। রয়েছে এক গুচ্ছ চমক।
এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, লিলি চক্রবর্তী, অনুসূয়া মজুমদারের মতো শিল্পীরা। এই প্রথম, এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন স্বস্তিকা, সুদীপ্তা। পারিবারিক সম্পর্ক এবং হাস্যরসের উপর ভিত্তি করে গাঁথা হয়েছে বাস্তবসম্মত গল্প 'ফ্যামিলিওয়ালা'।
নতুন ছবি আসার খবর সকলের সঙ্গে ভাগ করে শিবপ্রসাদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ডিসেম্বর মাস, ২০২৪। হলে তখনও বহুরূপী চলছে। একদিন সুমনদা বলল ওর বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে। মাসিমার সাথে এভাবেই আলাপ। মাসিমা আমাদের সব ছবি দেখেছেন, ছবির সূত্রেই ভালবাসেন আমাদের। ওই দিনের আলাপেই ওদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। ফ্যামিলিওয়ালার সূত্রপাত এভাবেই। এই প্রথম এত বছরে উইনডোজের ব্যানারে অন্য কোন পরিচালকের নির্দেশনায় কাজ করব। সুমনদাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ফ্যামিলিওয়ালায় আমার চরিত্রটি যে কোনও অভিনেতার কাছে লাইফ টাইম চরিত্র। আর যাদের সাথে স্ক্রিন শেয়ার করছি - লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী -আমি এদের সবার গুণমুগ্ধ ভক্ত। আপনাদের আশীর্বাদ আর শুভ কামনা নিয়ে শ্যুটিং শুরু করলাম।"
সুমন ঘোষ জানান, "প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য একটি বিশেষ সুযোগ। ‘ফ্যামিলিওয়ালা’ একটি হালকা মেজাজের পারিবারিক ড্রামা। আমি চেয়েছিলাম যে শিবপ্রসাদকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, তা যেন একজন অভিনেতা হিসেবে ওঁর শক্তিগুলোকে সত্যিই তুলে ধরে। উইন্ডোজ ২৫ বছর পূর্ণ করছে, এবং আমরা আশা করি এই ছবিটি তাদের অসাধারণ চলচ্চিত্র যাত্রায় একটি আন্তরিক ও উপযুক্ত সংযোজন হয়ে উঠবে।"
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি শুরু হয়েছে 'ফ্যামিলিওয়ালা'- র শ্যুটিং শুরু হয়েছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।