Shiboprosad- Zinia- Dev: হুমকির পর শিবপ্রসাদের স্ত্রী জিনিয়ার বিকৃত ছবি ছড়াল দেবভক্তরা, থানায় তারকা দম্পতি

Tollywood Controversy: নেটমাধ্যম জুড়ে চলছে নিন্দার ঝড়। তবে সেই রেশ কাটটে না কাটতেই, বুধবার আরও জঘন্য ঘটনা ঘটালেন অভিযুক্তরা। জিনিয়ার অর্ধনগ্ন ও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেন।

Advertisement
হুমকির পর শিবপ্রসাদের স্ত্রী জিনিয়ার বিকৃত ছবি ছড়াল দেবভক্তরা, থানায় তারকা দম্পতি

মঙ্গলবার থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেবভক্তদের হুমকি দেওয়ার কারণে, এই নিয়ে আলোচনা তুঙ্গে। পরিচালক পত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন প্রথম একটি পোস্ট করে ঘটনাটি প্রকাশ্যে আনেন। এরপর এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন, অন্যান্য তারকা থেকে নেটিজেনরা। নেটমাধ্যম জুড়ে চলছে নিন্দার ঝড়। তবে সেই রেশ কাটটে না কাটতেই, বুধবার আরও জঘন্য ঘটনা ঘটালেন অভিযুক্তরা। জিনিয়ার অর্ধনগ্ন ও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেন। ছবিকে ঘিরে অশালীন মন্তব্যের ছড়াছড়ি। ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তারকা দম্পতি।  

মঙ্গলবার রাতে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন শিবপ্রসাদ- জিনিয়া। যদিও সকালে এই প্রসঙ্গে তাঁরা মুখ খোলেননি। সংবাদমাধ্যমকে জিনিয়া বলেন, "বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আমাকে ট্যাগ করে আমার বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছবি মুছে অভিযুক্তকে ব্লক করে দিই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি জটিল হতে থাকে। সমস্ত বন্ধু, ঘনিষ্ঠরা পাশে। কেবল যাঁকে সামনে রেখে এত কাণ্ড সেই তিনি-ই নিরুত্তর।" 

তিনি আরও বলেন, "বুধবার দুপুর থেকেই আমার একাধিক ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সকালে সাইবার ক্রাইমে জানিয়েছি এবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলাম আমরা। এরকম পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এর আগে হয়নি । এরকম ফ্যান ক্লাবের উৎপাত আগে কখনও দেখিনি। কুরুচিপূর্ণ কথাবার্তা, হুমকি দেওয়া… এদের বড় রকমের শাস্তি হওয়া উচিত। পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। যে বা যারা এসব করছে, তাদের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করবে, সেই আস্থা আমাদের রয়েছে।" 

 

নেটমাধ্যমে হঠাৎই শিবপ্রসাদের উপর চড়াও হয়েছেন দেবের অনুগামীরা। কুরুচিকর মন্তব্য করে রীতিমতো পরিচালক- অভিনেতাকে হুমকি দিলেন একদল দেবভক্ত। মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন জিনিয়া। যেখানে শিবপ্রসাদকে ট্যাগ করে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ 

Advertisement

জিনিয়া এর উত্তরে পাল্টা লেখেন, 'ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়া জীবনের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের ছবিকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা 'পুষ্পা' বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…' 

 

প্রসঙ্গত, গত বছর পুজোয় মুক্তিপ্রাপ্ত একাধিক ছবির মধ্যে যেমন ছিল 'বহুরূপী', সেরকম মুক্তি পেয়েছিল দেবের ছবি 'টেক্কা'। কিন্তু শিবপ্রসাদের ছবি দেবের ছবিকে টেক্কা দিয়ে এগিয়ে যায়। আর সেটাই মেনে নিতে পারেনি দেব অনুগামীদের একাংশ। এদিকে ২০২৫-র পুজোয় আসছে, দেবের আরেক বড় ছবি 'রঘু ডাকাত'। নন্দিতা- শিবপ্রসাদ ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবছর পুজোতেও তাঁদের নতুন ছবি মুক্তি পাবে। গত পুজোয় সফল ছবি দেখে, হয়তো এখন থেকেই কিছুটা আশঙ্কিত দেবের ফ্যানেরা। যার বহিঃপ্রকাশ হয়েছে নেটমাধ্যমেই। এখন দেখার আগামী দিনে কোন কোন ছবি এগিয়ে থাকে।  


 

POST A COMMENT
Advertisement