২০২৪ সালে নতুন জীবনে পা রেখেছিলেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। ১৫ জুলাই, চার হাত এক হয়েছিল জুটির। একেবারে নিজেদের মতো করে, 'প্রাইভেট' অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা। প্রায় এক বছরের প্রেম পরিণতি পায় এদিন। ১ অক্টোবর সোহিনীর জন্মদিন। স্ত্রীয়ের জন্মদিন বলে কথা! স্বাভাবিকভাবেই বাড়তি স্পেশাল। সোহিনীর জন্য আদুরে পোস্ট শোভনের।
নিজেদের বিভিন্ন সুন্দর লেন্সবন্দি মুহূর্তের ছবি শেয়ার করে শোভন এদিন লেখেন, "তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে। জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে। আজ আমার রাজকন্যার জন্মদিন।" সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের নিজেই টলি নায়িকাকে ভালোবাসা- শুভেচ্ছায় ভরাচ্ছেন সকলে।
শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের প্রেম, বিয়ের আগে বছরখানেক ধরে ছিল ওপেন সিক্রেট। গায়কের থেকে নায়িকা প্রায় বছর ছয়েকের বড়। পার্টি, ভ্যাকেশন থেকে যে কোনও উৎসবে তাঁদের নানা আদুরে মুহূর্তের ঝলক মিলত সোশ্যাল মিডিয়ায়। বিয়ের আগে একসঙ্গে বিদেশে ঘুরতে যান। এরপর একেবারে কাছের মানুষদের নিয়ে বিয়ে সারেন তাঁরা।
প্রসঙ্গত, সোহিনীর সঙ্গে সম্পর্ক- বিয়ের আগে একাধিক সম্পর্কে ছিলেন দু'জনেই। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের প্রেম কারও অজানা না। ইন্ডাস্ট্রির গুঞ্জন দু'জনে সহবাস করতেন। শোভনকে আদর করে 'বাবিয়া' বলে ডাকতেন ইমন। এমনকী কাছের বন্ধু- বান্ধবরা ভাবতেও পারেননি, বিচ্ছেদ হবে তাঁদের। নেটমাধ্যমের তথ্য বলছে, শোভনের থেকে প্রায় বছর চারেকের বড় ইমন। কানাঘুষো শোনা যায়, জুটির মধ্যে বছরের ফারাক নিয়ে কোনও সমস্যা না থাকলেও, সেসময় এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল শোভনের পরিবারে।
সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। এই জুটির ব্রেকআপের সময় প্রথমে শোনা গিয়েছিল, কোনও তৃতীয় ব্যক্তির আগমনের বিচ্ছেদ হয়েছে। সেসময় শোভনের প্রাক্তন, ইমনের নাম উঠে আসে। যদিও এই জল্পনা ভুয়ো বলেই, জানান ইমন। সোহিনীর সঙ্গে সম্পর্কের আগে যেমন শোভনের একাধিক সম্পর্ক ছিল, সেরকমই সোহিনীও দীর্ঘদিন সহবাস করেছেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল বলে, গুঞ্জন শোনা যায় স্টুডিওপাড়ার আনাচে- কানাচে।