Soham Chakraborty: প্রস্থেটিক মেকআপে বৃদ্ধর লুক! চিনতে পারছেন অভিনেতাকে?

মোটা ভ্রু-র আড়ালে তীক্ষ্ণ এক জোড়া চোখ। এতটাই অন্য রকম লুক, যে চেনাই যাচ্ছে না। প্রস্থেটিক মেকআপের সাহায্যে এরকম বার্ধক্যের লুকে সকলকে চমকে দিয়েছেন বিধায়ক-অভিনেতা।

Advertisement
প্রস্থেটিক মেকআপে বৃদ্ধর লুক! চিনতে পারছেন অভিনেতাকে?  'বহুরূপ'-এ সোহমের লুক (ছবি: সংগৃহীত)

মাথার ভর্তি লম্বা সাদা চুল,  দাড়ি-গোঁফ সবই সাদা। এদিকে বয়সের ভারে চামড়া কুঁচকে গিয়েছে। মোটা ভ্রু-র আড়ালে তীক্ষ্ণ এক জোড়া চোখ। মঙ্গলবার হঠাৎ এই লুকেই সকলের সামনে ধরা দিলেন সোহম চক্রবর্তী। এতটাই অন্য রকম লুক, যে চেনাই যাচ্ছে না। প্রস্থেটিক মেকআপের সাহায্যে এরকম বার্ধক্যের লুকে সকলকে চমকে দিয়েছেন বিধায়ক-অভিনেতা। সৌজন্যে তাঁর নতুন ছবি 'বহুরূপ'। 

এবার পর্দায় ফুটে উঠবে এক অভিনেতার গল্প। ছবির পরিচালনায় রয়েছেন আকাশ মালাকার। সোহম ছাড়াও রয়েছেন ইধিকা পাল , কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত, রাজু মজুমদারের মতো শিল্পীরা। রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবিটি নতুন মোড়কে পরিবেশন করতে চাইছেন পরিচালক। ছবিতে মোট সাতটি লুকে দেখা যাবে সোহমকে। এই প্রথম এতগুলো লুকে পর্দায় ধরা দেবেন তিনি। প্রস্থেটিক মেকআপের গুরু দায়িত্ব সামলেছেন রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।

 

Soham Chakraborty

সোহমের কথায়, "আমাকে কেউ চিনতে পারবে না। রাস্তায় বেরিয়ে সবার সঙ্গে মিশে গেলে, ঘুরে বেড়ালেও কেউ বুঝতে পারবে না! এমনকী যারা আমার সব থেকে কাছের মানুষ, কাছ থেকে আমাকে দেখে- আমার মা-বাবা, স্ত্রীও বুঝতে পারবে না, আমি সোহম চক্রবর্তী। 'বহুরূপ' ছবিটাতে এরকম সাতটা ডিফারেন্ট লুক রয়েছে আমার। মেকআপ শেষ হওয়ার পর যেগুলো দেখে আমি চমকে উঠেছিলাম। সামান্য সময়ের জন্য হলেও আয়নার কথাটা মাথা থেকে বেরিয়ে গেছিল। সামনে  অন্য কোনও মানুষ দাঁড়িয়ে, আর সে আমাকে কিছু হয়ত বলতে চায়- এরকম একটা অনুভূতি হচ্ছিল। সোমনাথ কাকু এতটাই নিখুঁত ভাবে কাজটা করেছিলেন।" 

তিনি আরও বলেন, "সোমনাথ কাকু বলতে, আমি সোমনাথ কুন্ডু'র কথা বলছি। ছোটবেলা থেকেই আমি ওঁকে 'কাকু' বলে ডাকি। উনি শুধু একজন মেকআপ ম্যান নয়, উনি একজন শিল্পী। খুব বড় মাপের রূপটানশিল্পী। যে চরিত্রগুলো এখানে দেখানো হয়েছে, সেগুলো করতে আমায় যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। পুরনো চিন্তা-ভাবনা থেকে অনেকটাই সরে এসে নতুন ভাবে অভিনয়টা নিয়ে ভাবতে হয়েছে। কারণ আনন্দের সঙ্গে একটা ভয় আমাকে তাড়া করছিল। এতগুলো চরিত্র সঠিকভাবে জাস্টিফাই কীভাবে করব। আর সেই জন্যই হয়তো আমি সব থেকে বেশি এনজয় করেছি এই কাজটা।" 

Advertisement

সোহম জানান, প্রস্থেটিক মেকআপ এর আগে তিনি দেখলেও, এভাবে করেননি। এক একটা লুক সেট করতে আড়াই থাকে তিন ঘণ্টা পর্যন্ত সময় লাগত তাঁর। তিনি বলেন, "ছবি নিয়ে শুধু এটুকু বলছি, ছবিতে থ্রিলার আছে, ইমোশন আছে, ড্রামা আছে- এক কথায় চমকের পর চমক আছে।"                            

সোমনাথ কুণ্ডু বলেন, "এই ছবিটার আগে এরকম ভিন্ন লুকে দর্শক সোহমকে কখনও দেখেনি। সাতটা আলাদা আলাদা লুক আছে ছবিতে ওঁর। সবকটার জন্যই প্রস্থেটিক করতে হয়েছে। বিশেষ করে ওর একটা লুক আছে বৃদ্ধের। সত্তর-পঁচাত্তর বছর বয়স। এই কাজে আমাদের একদিকে যেমন পরিশ্রম অন্যদিকে পারফেকশন লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা লুক তৈরির পরে, শেষে সেই মেকআপ তুলতেও সময় লাগতো ঘণ্টা খানেকের কাছাকাছি। এই সময়গুলো শ্যুটিংয়ের বাইরে।" 

পরিচালক আকাশ জানান, "একটা চরিত্র ভাবার সময় অনেক কিছুই মাথায় রাখতে হয় । চরিত্রটা কতটা যাচ্ছে গল্প বা চিত্রনাট্যের সঙ্গে এবং ভাবনাটা কতটা গ্রহণযোগ্য করা যাবে সেটা অনেক বড় ব্যাপার। আমি এই কনসেপ্টটা বিগত ১ বছর ধরে তৈরি করলেও, এই চরিত্রগুলোর চেহারা যিনি তৈরি করে তুলবেন তার সাজসজ্জা দিয়ে, তিনি তো এতটা সময় পাবে না । সেই চিন্তা থেকেই মাথায় এল সোমনাথদার নাম। ওঁর হাতের জাদু ছাড়া এটা কোনওভাবেই সম্ভব হত না । প্রস্থেটিক মেকআপ খুব ধৈর্যের ব্যাপার। আর এখানে সোহমদার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে। আরও অনেক চমক থাকছে 'বহুরূপ'- র বাকি রূপেও।" 


 

POST A COMMENT
Advertisement