সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ৩০ অগাস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। অনুগামী থেকে শুরু করে পরিবার- পরিজনেরা তাঁকে দিনভর শুভেচ্ছা জানিয়েছেন। বরাবর স্পষ্টভাষী বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত শ্রীলেখাকে শিকার হতে হয় নানা ট্রোলিংয়ের। তবে তাতেও কেয়ার নট অ্যাটিটিউটই রাখেন তিনি। এবার নিন্দুকদের সরাসরি কটাক্ষ করলেন তিনি। কী বললেন শ্রীলেখা?
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন শ্রীলেখা মিত্র। যেখানে বয়স নিয়ে নানা কথা লিখেছেন তিনি। অভিনেত্রী লেখেন, "শুনলাম হিরোইনদের নাকি বয়স বাড়ে না! কেন তারা কি অন্য গ্রহের প্রাণী? জানি না ভাই...আমিত ৫০ পেরিয়ে ৫১-এ পা, হাত, শরীর, মন দিলাম। যদিও মনের বয়স ১৫।"
তিনি আরও যোগ করেন, "বার্ধক্য সবচেয়ে স্পষ্ট প্রাকৃতিক প্রক্রিয়া। বার্ধক্য সুন্দর। এটা সকলের উপভোগ করতে শিখতে হবে এবং নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হতে হবে। বয়সের ভিত্তিতে ট্রোলাররা নারী, অভিনেত্রীদের সমালোচনা করা বন্ধ করুন। আপনাদের জন্য মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বয়স গোপন করে। তবুও...নারীরা মিথ্যা বলে বা লুকিয়ে রাখে দেখে আমার কষ্ট হয়। নিজেদের ক্ষমতাশীল ভাববেন না। আপনাদের জন্য আমি দুঃখিত। নারীত্বকে সংজ্ঞায়িত করবেন না।"
প্রসঙ্গত, জন্মদিনের আগেই কিছুটা মন খারাপ ছিল শ্রীলেখা মিত্রের। তাঁর মেয়ে ঐশী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। অসহ্য মাথা যন্ত্রণা, জ্বর জ্বর ভাব ছিল অভিনেত্রীরও। উপসর্গ নিয়ে চিন্তিত হয়ে রক্ত পরীক্ষা করান তিনি। নিত্য দিনই ট্রোলিংয়ের শিকার হন তিনি। তবে শুধু ট্রোলড হন বললে ভুল হবে। কারণ হু হু করে বেড়ে চলেছে তাঁর ফ্যানদের সংখ্যা। আর সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে উঁকি মারলেই।