Sreemoyee Chattoraj: বিয়ের বর্ষপূর্তি হতে না হতেই ডেটে শ্রীময়ী, কাঞ্চনকে ছেড়ে অভিনেত্রীর সঙ্গী কে?

Tollywood Gossips: গর্ভাবস্থার জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। মেয়ের বয়স ৪ মাস হতেই তাঁর অভিনয় জগতে ফেরার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ডেটে গেলেন কাঞ্চন- পত্নী। তবে সঙ্গে নেই অভিনেতা- বিধায়ক। তাহলে কার সঙ্গে বিশেষ সময় কাটালেন তিনি? 

Advertisement
বিয়ের বর্ষপূর্তি হতে না হতেই ডেটে শ্রীময়ী, কাঞ্চনকে ছেড়ে অভিনেত্রীর সঙ্গী কে?

সদ্য মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। গত ১ নভেম্বর জন্ম হয়েছে তাঁদের কন্যা সন্তান কৃষভির। কিছুদিন বিরতি নেওয়ার পরে, পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যাচ্ছেন কাঞ্চন- শ্রীময়ী। মাঝে মধ্যে নিজেদের জন্য 'কোয়ালিটি টাইম' বের করে নিতেও ভোলেন না তাঁরা। বাংলা টেলিভিশনের চেনা মুখ শ্রীময়ী। গর্ভাবস্থার জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। মেয়ের বয়স ৪ মাস হতেই তাঁর অভিনয় জগতে ফেরার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ডেটে গেলেন কাঞ্চন- পত্নী। তবে সঙ্গে নেই অভিনেতা- বিধায়ক। তাহলে কার সঙ্গে বিশেষ সময় কাটালেন তিনি? 

চোখে- মুখে ক্লান্তি। প্রায় ২৪ ঘণ্টা ঘুম নেই। এরই মাঝে একটি ক্যাফেতে চা খেতে গেলেন শ্রীময়ী। তবে কাঞ্চনের সঙ্গে নয়। মায়ের সঙ্গে ডেটে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "ডেট নাইট?" অভিনেত্রীর মুখে শোনা গেল, "বিয়ের এক বছর পর ডেটে এসেছি। তাও সেটা কিসের ডেট? চায়ের ডেট। চোখ- মুখ ভীষণ ক্লান্ত লাগছে। তাতে কিছু মনে করবেন না। আসলে আমার মেয়ের তো রাত দেড়টা থেকে দিন শুরু হয়। মোটামুটি ২৪ ঘণ্টা ঘুম হয়নি। তাও ঠিক আছে। ইটস ওকে। বৃষ্টির দিনে চায়ের জন্য কার সঙ্গে?" 

এরপরই ক্যামেরা ঘুরিতে মাকে দেখালেন তিনি। জিজ্ঞেস করলেন, "কী খাচ্ছো? ভাল লাগছে..." উত্তরে অভিনেত্রীর মা বলেন, "চা খাচ্ছি, খুব ভাল লাগছে।" এরপর শ্রীময়ী বলেন, "আমরা কৃষভি আর কাঞ্চনকে ছেড়ে সিক্রেট ডেটে এসেছি...। "   

 

 

টলিপাড়া সূত্রের খবর, বিরতির পরে ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন শ্রীময়ী। স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। সেখানে একজন মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এমনকী ইতিমধ্যে প্রোমো শ্যুটিংও নাকি সেরে ফেলেছেন তিনি। স্টুডিও পাড়ার খবর, মেগাটি আসবে স্বর্ণেন্দু সমাদ্দারের 'ক্রেজি আইডিয়াজ মিডিয়া'-র ব্যানারে। মেগাতে মুখ‍্য চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ‍্যোপাধ‍্যায়, অভিষেক বীর শর্মা এবং দিয়া বসুকে। এছাড়াও ধারাবাহিকে রয়েছে আরও একগুচ্ছ টলি তারকাদের। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত অভিনেতা বা কলাকুশলীদের কেউ মুখ খোলেননি। 

Advertisement

ছোট পর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজ। একাধিকবার নেতিবাচক চরিত্রে দেখা গেলেও, তিনি সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন 'কৃষ্ণকলি' মেগাতে রাধারাণী চরিত্রে। 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ', 'খুকুমণি হোম ডেলিভারি', 'আকাশ কুসুম' ধারাবাহিকে তাঁকে দেখা গেছে এর আগে। মাঝে কোনও কাজ পাচ্ছেন না বলে, ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমে। এরপর মেগাতে শুরু করলেও, গর্ভাবস্থার জন্য বিরতি নিতে হয়। মেয়ের বয়স চার মাস হতেই, ফের কাজে ফিরছেন অভিনেত্রী। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ভ্যালেন্টাইন্স ডে-তে সই- সাবুদ করে বিয়ে করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সকলে চমকে যান। এরপর গত ২ মার্চ পরিবার- পরিজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা বলেন টলিপাড়ার চর্চিত 'লাভ বার্ডস'। বিয়ের পরে মালদ্বীপে গিয়েছিলেন নব দম্পতি। তবে সেটা হানিমুন নয়, তাঁদের বেবিমুন ছিল। একথা নিজেই জানান শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের বয়স প্রায় ৫৪ বছর। অন্যদিকে এখনও ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। 'বাবুসোনা' ধারাবাহিকের মাধ্যমে আলাপ তাঁদের। সেই সময় স্কুলে পড়তেন শ্রীময়ী। সেসময় কাঞ্চন টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনেতা। কাঞ্চনকেই নিজের অভিনয়ের গুরু মনে করেন তিনি। শ্রীময়ীর থেকে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চন। একে-অপরকে ১২ বছর ধরে চেনেন।  


 

POST A COMMENT
Advertisement