scorecardresearch
 

আগামীতে সৃজিতের বড় চমক! প্রথমবার তারকা বিহীন নয়া চিত্রনাট্যে বাজিমাতের ছক

করোনার আবহে চমকের এমনিতেই শেষ নেই। তার মধ্যেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় একের পর এক খবরের শিরোনামে। বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। কিন্তু তা আপাতত স্থগিত। অন্যদিকে, ২৫ ডিসেন্বর মুক্তি পাচ্ছে সৃজিত পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'। এ সবের মাঝেই বড় চমক পরিচালকের।

Advertisement
সৃজিত মুখার্জি সৃজিত মুখার্জি
হাইলাইটস
  • পরিচালক সৃজিত মুখোপাধ্যায় একের পর এক খবরের শিরোনামে।
  • বড়দিনে আসছে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আসছে তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'।
  • প্রথমবার তারকা বিহীন চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন পরিচালক। SVF নয়, ক্যামেলিয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।

করোনার আবহে চমকের এমনিতেই শেষ নেই। তার মধ্যেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় একের পর এক খবরের শিরোনামে। বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। কিন্তু তা আপাতত স্থগিত। অন্যদিকে, ২৫ ডিসেন্বর মুক্তি পাচ্ছে সৃজিত পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'ফেলুদা ফেরত'। এ সবের মাঝেই বড় চমক পরিচালকের। 

নতুন এক চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি। তবে কেমন স্ক্রিপ্ট, কারা আছেন ছবিতে, শুটিংই বা কোথায়- এসব নিয়ে স্পিকটি নট মুখুজ্জ্যে বাবু। তবে শোনা যাচ্ছে, তাঁর আগামী ছবিতে কোনও পরিচিত তারকা মুখ থাকবে না। এমন অনেকে আছেন যাঁরা প্রথমবার কাজ করতে চলেছেন সৃজিতের সঙ্গে। গোপনীয়তার স্বার্থে চিত্রনাট্যও দেওয়া হয়নি কাউকে। 

তাই বলে সৃজিতের আগামী বাংলা ছবি নিয়ে কৌতূহল থাকবে না তাও কি হয়! 'ক্যামেলিয়া প্রোডাকশন'-এর ব্যানারে তিনি নাকি তৈরি করতে চলেছেন এই রোম্যান্টিক কমেডি। কিন্তু হঠাৎ এসভিএসের ব্যানার ছেড়ে ক্যামেলিয়ার সঙ্গে কাজ করছেন সৃজিত? তাহলে এই ফার্স্ট বয়েরও দূরত্ব বাড়ল এসভিএভের সঙ্গে! এ নিয়েও বহু কথা ঘুরছে ইন্ডাস্ট্রির অন্দরে। 

তবে প্রথমবার তারকা বিহীন হতে চলেছে সৃজিতের ছবি। সৃজিত অনুরাগীদের জন্য এটা নিঃসন্দেহে বড় চমক। শোনা যাচ্ছে, উত্তমকুমারকে ঘিরেই তৈরি হতে চলেছে এই ছবি। কিম্তু মোটেই এই ছবি উত্তমকুমারের বায়োপিক নয়। শুভাশিস মুখোপাধ্যায়, লাবণী সরকার, গৌরব চট্টোপাধ্যায়ের মত মুখ দেখা যেতে চলেছে এই ছবিতে। মহড়া শুট হয়ে গিয়েছে বলেও খবর। 

Advertisement

এক ব্যক্তির জীবনে 'তারকা' উত্তমকুমারের প্রভাবকে ঘিরেই আবর্তিত চিত্রনাট্য। মহানায়কের ছবির বিভিন্ন সিকোয়েন্সের সঙ্গে মিলে যায় তার জীবনের ঘটনা। তবে এর বেশি কিছু বলতে নারাজ পরিচালক। ইন্ডাস্ট্রি সূত্রে শোনা গিয়েছে, ইতিমধ্যেই উত্তমকুমারের ছবির বেশ কিছু দৃশ্যের স্বস্ত্ব কিনেছেন সৃজিত। ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হওয়ার কথা। বাকিটার জন্য অপেক্ষা। 

Advertisement