scorecardresearch
 

Dev-Durgo Rahasya: দেবের ব্যোমকেশ করছেন না সৃজিত, সত্যবতী কে হচ্ছেন?

গত ২৯ জানুয়ারি দেব তাঁর সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন যে তিনি বড়পর্দায় দূর্গরহস্য নিয়ে আসবেন। আর ব্যোমকেশ হিসাবে দেখা যাবে স্বয়ং অভিনেতা-প্রযোজককে। তবে এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে বহু জল্পনা-কল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল যে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় হয়ত এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাঁধে নিতে পারেন।

Advertisement
দেব ও সৃজিত মুখোপাধ্য়ায় দেব ও সৃজিত মুখোপাধ্য়ায়
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ টা বছর কাটিয়ে ফেললেন দেব। আর সেই খুশিতে রবিবার ঘোষণা করলেন তাঁর নতুন প্রজেক্টের। এবার ব্যোমকেশ হিসাবে দেখা যাবে দেবকে।
  • শোনা যাচ্ছিল সৃজিত মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করবেন।
  • কিন্তু এই জল্পনা যে ভিত্তিহীন তা নিজেই জানিয়ে দিয়েছেন সৃজিত।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ টা বছর কাটিয়ে ফেললেন দেব। আর সেই খুশিতে রবিবার ঘোষণা করলেন তাঁর নতুন প্রজেক্টের। এবার ব্যোমকেশ হিসাবে দেখা যাবে দেবকে। এই ঘোষণার পরই এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে সে নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। শোনা যাচ্ছিল সৃজিত মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করবেন। কিন্তু এই জল্পনা যে ভিত্তিহীন তা নিজেই জানিয়ে দিয়েছেন সৃজিত। 

সৃজিত করছেন না দেবের ব্যোমকেশ
গত ২৯ জানুয়ারি দেব তাঁর সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন যে তিনি বড়পর্দায় দূর্গরহস্য নিয়ে আসবেন। আর ব্যোমকেশ হিসাবে দেখা যাবে স্বয়ং অভিনেতা-প্রযোজককে। তবে এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে বহু জল্পনা-কল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল যে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় হয়ত এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাঁধে নিতে পারেন। কারণ সৃজিত বহুদিন ধরেই ব্যোমকেশ তৈরির পরিকল্পনা করছিলেন। তবে পরিচালক নিজে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে এই কল্পনা একেবারে ভিত্তিহীন। এটা শুধুই একটা গুজব। এরকম পরিকল্পনা আগে কোনওদিন ছিল না আর ভবিষ্যতেও নেই।

আরও পড়ুন: নট-সম্রাট শিশির ভাদুড়ি এবার বড়পর্দায়, 'বড়বাবু' চরিত্রে সুজন

সৃজিত এখন ব্যস্ত ফেলুদাকে নিয়ে
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই মুহূর্তে হইচইয়ের ফেলুদা সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন। গতবছর দার্জিলিং জমজমাট-এর পর এবার ফের ফেলুদার গোয়েন্দাগিরি দেখা যাবে সেই পাহাড়েই তবে তা ভূস্বর্গে। ভূস্বর্গ ভয়ঙ্কর গল্প নিয়েই সৃজিত মুখোপাধ্যায় এবার হাজির হবেন। ফেলুদা হিসাবে সেই টোটা রায়চৌধুরীকেই দেখা যাবে এবং জটায়ু ও তোপসে হবেন অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র। গত বছরই পরিচালক জানিয়েছিলেন যে এই সিরিজের শ্য়ুটিং শুরু হবে এই বছরের জানুয়ারি থেকে। তাই বলা চলে সৃজিত এখন সম্পূর্ণভাবে তাঁর ফেলুদা নিয়েই ব্যস্ত রয়েছেন। তাই তিনি যে দেবের ব্যোমকেশ পরিচালনা করবেন না এটা জানা কথাই। 

Advertisement
সৃজিতের ফেলুদা বাহিনী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সত্যবতী নিয়ে জল্পনা তুঙ্গে
দেবের ব্যোমকেশ ঘোষণার সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন সামনে এসেছে তা হল সত্যবতীর ভূমিকায় কাকে দেখা যেতে পারে? অধিকাংশই বলবেন দেবের প্রেমিকা ও অভিনেত্রী রূক্মিণী মৈত্রকে হয়ত সত্যবতীর ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু নটী বিনোদিনী-তে রূক্মিণীর চরিত্র একেবারে আলাদা তাই সেই চরিত্র সামলে সত্যবতীর চরিত্রে ফেরা অভিনেত্রীর জন্য একটু কঠিন বিষয় হতে পারে। যদিও টলিপাড়ার অন্দরে চলছে একেবারে অন্য গল্প। শোনা যাচ্ছে মনামী ঘোষ অথবা টেলি অভিনেত্রী সৌমিতৃষা ওরফে মিঠাই সত্যবতীর চরিত্রটি করতে পারেন। তবে সেক্ষেত্রে সৌমিতৃষার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কারণ মনামী ইতিমধ্যেই সৃজিতের মৃণাল সেনকে নিয়ে করা বায়োপিকে কিংবদন্তী পরিচালকের স্ত্রী হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। তাহলে সৌমিতৃষার সত্যবতী হওয়ার জল্পনা কিন্তু বেশ জোরালে। ইতিমধ্যেই দেবে প্রযোজনা সংস্থার সরস্বতী পুজোয় অংশ নিতে দেখা গিয়েছে মিঠাইকে। 

দেব প্রযোজনা হাউজের সরস্বতী পুজোয় সৌমিতৃষা ছবি সৌজন্যে: সৌমিতৃষা

দেব ব্যোমকেশ নিয়ে আরও ঘোষণা করবেন পরে
এর আগেও দেব তাঁর প্রজাপতি সিনেমায় টেলি অভিনেত্রী শ্বেতাকে তাঁর বিপরীতে নিয়েছিলেন। তবে এখনও কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও দেব জানিয়েছেন যে তিনি পরিচালক ও অন্যান্য কলাকুশলীদের নাম খুব শীঘ্রই জানিয়ে দেবেন।   

Advertisement