Subhashree- Kanchan Viral Video: 'আমায় এভাবে জড়িয়ে ধরো...', ভাইরাল 'সোনা' কাঞ্চনের সঙ্গে শুভশ্রীর খুনসুটির ভিডিও

Tollywood Viral: যদিও ইন্ডাস্ট্রিতে অনেকের বন্ধুত্ব আবার খুবই ভাল বহু বছর ধরে। বেশিরভাগ শ্যুটিং ফ্লোরেই পর্দার পিছনে দারুণ মজায় সময় কাটান তারকারা।

Advertisement
'আমায় এভাবে জড়িয়ে ধরো...', ভাইরাল 'সোনা' কাঞ্চনের সঙ্গে শুভশ্রীর খুনসুটির ভিডিও   কাঞ্চন- শুভশ্রী (ছবি সৌজন্যে: ফেসবুক)

তারকাদের কখন কার সঙ্গে কী সমীকরণ হয়, কেউ বলতে পারে না। এই কারও সঙ্গে ঠান্ডা লড়াই বা মুখ দেখাদেখি বন্ধ, তো এই আবার কখন কোনও পার্টিতে তাঁদের একসঙ্গে খোশ মেজাজে দেখবেন, তা ধরতেও পারবেন না! সাধে বলে, সম্পর্ক বড়ই জটিল? তা সে, বন্ধু- হোক কিংবা প্রাক্তন, সবার ক্ষেত্রেই এক। যদিও ইন্ডাস্ট্রিতে অনেকের বন্ধুত্ব আবার খুবই ভাল বহু বছর ধরে। বেশিরভাগ শ্যুটিং ফ্লোরেই পর্দার পিছনে দারুণ মজায় সময় কাটান তারকারা। বিভিন্ন সাক্ষাৎকারেই একথা তাঁদের মুখেই শোনা যায়। এরকমই এক ভিডিও হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে। 

কারা রয়েছেন ভিডিওতে? ভাইরাল হওয়া ভিডিওটিতে মূলত রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক। এছাড়াও কিছুক্ষণের জন্যে দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। লেন্সবন্দি হয়েছে শুভশ্রী- কাঞ্চনের খুনসুটির মুহূর্ত। দেখা যাচ্ছে কাঞ্চনকে পিছনে জড়িয়ে ধরেছেন শুভশ্রী। এমনকী মজা করে তাঁকে বললেন, "আমায় এভাবে জড়িয়ে ধরো...।" এরপর নায়িকার মুখে শোনা যাচ্ছে, "কালকে বললে যে সোনা... কোমর ব্যথা কী জন্যে বলব?" 

এই মজার মুহূর্তটি সম্ভবত ক্যামেরাবন্দি করেছেন রাজ চক্রবর্তী। আসলে ভিডিওটি বেশ কিছু বছর পুরনো। 'অভিমান' ছবির সেটে অভিনেতাদের নানা মজার মুহূর্ত ভাইরাল হয়েছে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী, সায়ন্তিকা ও জিৎ। ভারতে মুক্তি পাওয়ার পর সেই বছরই বাংলাদেশেও মুক্তি পায় ছবিটি। 

 

প্রসঙ্গত, বর্তমানে রাজ ও কাঞ্চন দু'জনেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তবে ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সেভাবে আর বন্ধুত্ব নেই বলেই জানান কাঞ্চন। এমনকী বিয়ের সময় নানা সমালোচনা- বিতর্ক- চর্চার পর এই নিয়ে কিছুটা অভিমানী হতে দেখা যায় অভিনেতাকে। শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে বিয়ের সময় ইন্ডাস্ট্রির গুটি কয়েক লোকজনই আমন্ত্রিত ছিলেন।     

Advertisement


 

POST A COMMENT
Advertisement