Swastika- Chanchal: আগামী সপ্তাহে অস্ত্রোপচার স্বস্তিকার, এবার চঞ্চলের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা?

Swastika Mukherjee- Chanchal Chowdhury: শোনা যাচ্ছে, এবার বাংলাদেশী ছবির নায়িকা হবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে থাকবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

Advertisement
আগামী সপ্তাহে অস্ত্রোপচার স্বস্তিকার, এবার চঞ্চলের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা?  চঞ্চল চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায় (ছবি: ফেসবুক)

যে সকল টলি অভিনেতারা বর্তমানে বাংলার বাইরে অন্য কোনও ভাষায় কাজ করছেন, তাঁদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় অন্যতম। তবে কাজের বিষয়ে তিনি একটু খুঁতখুঁতে। একটু বেছে চিত্রনাট্য, গল্প সহ অন্যান্য সব শুনে, তবেই হ্যাঁ বলেছেন যে কোনও কাজে। শোনা যাচ্ছে, এবার বাংলাদেশী ছবির নায়িকা হবেন স্বস্তিকা। তাঁর বিপরীতে থাকবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

শুধু বাংলাদেশ না, বর্তমানে দুই বাংলার অভিনেতা চঞ্চল। টলিউডে কাজও করছেন তিনি। এপার বাংলায় তাঁর ভাল অনুগামী সংখ্যা বিপুল। স্টুডিও পাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে প্রথমবার জুটি বাঁধবেন চঞ্চল- স্বস্তিকা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, নতুন এই ছবির প্রযোজক নাকি ইতিমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তবে চঞ্চলের ডেট পেতে কিছুটা অসুবিধা হচ্ছে। একারণে এখনও শ্যুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সব ঠিক থাকলে পুজোর পরে, নভেম্বর মাসে শুরু হতে পারে শ্যুটিং। তবে ছবিটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও জানা যায়নি। 

সম্প্রতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁর অসুস্থতার। রক্ত পরীক্ষা করিয়েছেন তিনি। আগামী সপ্তাহে অস্ত্রোপচার হবে। যদিও কী কারণে অসুস্থতা তা স্পষ্ট করেননি নায়িকা। স্বস্তিকার ম্যানেজার জানান, তিনি সুস্থ আছেন, উদ্বেগের কিছু নেই। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, স্ত্রীরোগজনিত সমস্যার কারণে শরীরে অস্ত্রোপচার হবে তাঁর।  যদি এবিষয়টি নিশ্চিত করেননি নায়িকা বা তাঁর টিমের কেউই। 

 

 

প্রসঙ্গত, নিন্দুকরা শত কটূকথা বললেও, 'কেয়ার নট অ্যাটিটিউটই' রাখতে পছন্দ করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই আচরণের জন্যেই তিনি বহু মানুষের মনের খুব কাছের। টলিউডের পাশাপাশি জমিয়ে কাজ করছেন বি- টাউনেও। এজন্যে মুম্বইতে তাঁর যাতায়াত লেগেই থাকে। মায়ানগরীতেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। অন্যদিকে চঞ্চল চৌধুরীর কাজ প্রশংসিত দুই বাংলাতেই। দুই অভিনেতা একই ছবিতে কাজ করলে, দর্শকদের জন্য তা নিঃসন্দেহে দারুণ খুশির খবর হবে, তা আর বলতে বাকি রাখে না। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement