সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ (Noboborsho)। মিষ্টিমুখ,কোলাকুলি, হালখাতা,আড্ডা, নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও, নববর্ষের আলাদা গুরুত্ব। সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে। যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হল খাওয়া -দাওয়া। রকমারি বাঙালি পদ এদিন রান্না হয় সব বাঙালি বাড়িতে। এমনকী রেস্তরাঁগুলিতেও ভিড় জমান সকলে। স্বস্তিকা মুখোপাধ্যায় স্মৃতিচারণ করলেন তাঁর ছোটবেলার নববর্ষ উদযাপনের।
নিজের সোশ্যাল পেজে একেটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। প্রিয় মানুষদের সঙ্গে কাটানো টুকরো টুকরো কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, "পয়লা বৈশাখের সঙ্গে প্রথম আলাপ করিয়েছিল মা। নতুন বছরের প্রথম দিন নতুন কিছু গায়ে দিতে হয় তাই ছোট বেলায় মা দেশপ্রিয় পার্কের দোকান থেকে এমব্রয়ডারি করা টেপ ফ্রক, ইমিটেশনের দুল, চুড়ি, চুলের ক্লিপ এই সব কিনে দিত। মধ্যবিত্ত পরিবারের এই ছোট ছোট সুখেই সুখী মানুষ আমরা। তাই সেই ঐতিহ্য কে আপন করে আমি আর দিদি আজ নতুন শাড়ি পড়েছি।"
তিনি আরও যোগ করেন, "বাবা বলত শুভ একলা (১ লা) বৈশাখ। কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে বৈশাখ তো আর একলা নয়। আমি, দিদি, শিব-সাবিত্রীর তরফ থেকে আপনাদের সবাই কে জানাই নতুন বাংলা বছর ১৪৩২ এর অনেক শুভেচ্ছা। এই বৈশাখ ও আপনাদের আগামী শুভ হোক - আলো হোক"। স্বস্তিকা ও তাঁর দিদি অজোপা, দু'জনেই সেজেছেন শাড়িতে। প্রশংসায় কমেন্টবক্স ভরাচ্ছেন নেটিজেনরা।
দুই দশকের বেশি সময় ধরে নিজের অসামান্য অভিনয় দক্ষতার জন্য সকলের মন জয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে বারবার দর্শকদের মন ছুঁয়েছেন। বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম- টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। মনের কথা অকপটেই বলে ফেলেন নায়িকা। সেজন্যে প্রায়শই থাকেন জল্পনার শীর্ষে।
আলোচনা শীর্ষ থাকলেও 'বোল্ড অ্যান্ড হট' অভিনেত্রী স্বস্তিকা, তাঁর ব্যক্তিত্বের জন্যে সবসময় ইন ও এভারগ্রীন। সেই সঙ্গে তাঁর স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া। নিত্য নতুন ফ্যাশন গোলস সেট করেন স্বস্তিকা। তবে নেটমাধ্যমে কম ট্রোলিংয়ের শিকার হতে হয় না তাঁকে। পান থেকে চুন খসলেই, তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। নিন্দুকরা শত কটূকথা বললেও, 'কেয়ার নট অ্যাটিটিউটই' রাখতে পছন্দ করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই আচরণের জন্যেই তিনি বহু মানুষের মনের খুব কাছের। টলিউডের পাশাপাশি জমিয়ে কাজ করছেন বি- টাউনেও। এজন্যে মুম্বইতে তাঁর যাতায়াত লেগেই থাকে। মায়ানগরীতেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত।