টলিউডের অন্যতম হিরোদের মধ্যে একজন বনি সেনগুপ্ত। নিজের চার্ম ও অভিনয় দিয়ে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন। বনি ও কৌশানীর প্রেমের গল্প গোটা শহর জানে। এরই মধ্যে এই দুই তারকা মিলে খুলে ফেলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা বিকে এন্টারটেইনমেন্ট। আর এই প্রযোজনা সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের প্রথম প্রযোজিত সিনেমা 'ডাল বাটি চুরমা (চচ্চরি)'-এর ট্রেলার। বৃহস্পতিবার এই সিনেমার প্রথম গান মুক্তি পেতে চলেছে আর তার আগেই ফোনে আজতক বাংলাকে জানালেন তাঁর সরস্বতী পুজোর প্ল্যান কী।
তোমাদের প্রয়োজনার প্রথম ছবি 'ডাল বাটি চুরমা (চচ্চরি)-র ট্রেলার লঞ্চ হল কেমন লাগছে?
বনি: খুবই ভালো লাগছে। এক্সাইটেড। যেহেতু ফার্স্ট ভেঞ্চার, এতদিন কাজ করার পর অবশেষে এটা তৈরি হয়েছে। সিনেমা মুক্তির ডেটও ফাইনাল করে ফেলেছি ১৭ ফেব্রুয়ারি। এখন তো সবাই অন্য ধরনের সিনেমা তৈরি করছে, তাই অনেকদিন পর কর্মাশিয়াল সিনেমা আসতে চলেছে। যেখানে কমেডি-প্রেম-দুঃখ সবই রয়েছে। আশাবাদী।
কর্মাশিয়াল সিনেমা এখন একেবারেই কমে গিয়েছে, একজন অভিনেতা হিসাবে তোমার মত কী?
বনি: আমাদের শুরুটাই যেহেতু কর্মাশিয়াল সিনেমা দিয়ে তাই মিস করি খুব। সেই জায়গায় অন্য ধরনের ভালোবাসা আছে। আর কর্মাশিয়াল সিনেমা মানেই সিঙ্গল স্ক্রিন হাউজফুল। সেটারই চেষ্টা যদি সিঙ্গল স্ক্রিনকে ফেরানো যায়। সেই কর্মাশিয়াল ফ্লেভারটাকে ফেরানো যায়, সেটারই চেষ্টা করে যাচ্ছি। তাই প্রথমে আমরা কর্মাশিয়াল দিয়ে শুরু করি তারপর সব ধরনের সিনেমা সকলকে নিয়েই করব।
আগামীকাল সরস্বতী পুজো, তো বাড়িতে পুজো হয়?
বনি: হ্যাঁ, বাড়িতে হয়। তবে আমাদের প্রধানত লক্ষ্মীপুজোটা বড় করে হয়। তবে সরস্বতী পুজোও হয়। যেহেতু ওইদিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই ওইদিন কোথাও একটা আমাদের সিনেমার গান লঞ্চের ইভেন্ট করব।
সরস্বতী পুজোর দিন কোন পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়?
বনি: সরস্বতী পুজো মানেই সেই স্কুলদিনে ফিরে যাওয়া। স্কুলের পুজো এনজয় করা। কারণ ওইদিনটা স্কুলে গিয়েই সকলে মিলে খাওয়া-দাওয়া করতাম। সেইদিনটা আলাদা আনন্দ ছিল। অবশ্যই ওইদিনটা মিস করি।
সরস্বতী পুজোয় প্রথম প্রেমে পড়ার কোনও স্মৃতি আছে?
বনি: হ্যাঁ, মোটামুটি সব পুজোতেই প্রেম হত। মেয়েদের সাজতে দেখেই মনে হত এর প্রেমে পড়ে গেছি, এর ভালোবাসায় পড়ে গেছি। এখন তো ইন্ডিয়ান পোশাক খুব কম পড়ে, তাই বিশেষ দিনে ইন্ডিয়ান পোশাক পরলে ভালোই লাগত মেয়েদের। কৌশানীকেও আমি বলি ইন্ডিয়ান পরতে তাই পুজোর সময় কৌশানী পুরোই ইন্ডিয়ান পরে।
সরস্বতী পুজোর ড্রেস-কোড কী?
বনি: পাঞ্জাবী-পায়জামা। ছোটবেলা থেকে মেইটেন করে আসছি। স্কুলেও যেতাম পাঞ্জাবী-পায়জামা পরে এখনও সেটাই পরি।
বাঙালি ভ্যালেন্টাইন্স ডে-তে কৌশানীকে নিয়ে ডেটে যাওয়ার প্ল্যান কি আছে?
বনি: হ্যাঁ, আসলে পুজোর দিনগুলিতে পরিবারের সঙ্গে একসঙ্গে কাটাই কৌশানী আর আমি। কালও তাই করব, মিউজিক লঞ্চের পর পুরো পরিবার ও আমি, কৌশানী একসঙ্গে কোথাও বেড়িয়ে পরব।
ডক্টর বক্সীর পর আর কোন কোন সিনেমা রয়েছে ঝুলিতে?
বনি: এরপরে রেডি আছে হল 'হাঙ্গামা ডট কম', 'সব করো প্রেম করো না', 'আয়ুরেখা' আছে, 'অহল্যা' আছে, ওটা আমার মায়ের প্রোডাকশনের। আপাতত এইগুলি রেডি আছে।
বনি-কৌশানী বিয়ে কবে করছে?
বনি: ফ্ল্যাটের কাজ চলছে আর টুকটাক কিছু কাজ রয়েছে সেটা হয়ে গেলেই বিয়ের দিনক্ষণ ঘোষণা করে দেব। তবে এই বছর বিয়ের কোনও পরিকল্পনা নেই।