এ কী অবস্থা! ক্ষতবিক্ষত মুখে ছেঁড়া জামা পরে মিমি, ভাইরাল ছবি

ছিন্নভিন্ন পোশাক, পোড়া ক্ষত বিক্ষত শরীর, এই তো দু'দিন আগেই শাড়ি পড়ে লক্ষ্মী পুজোর ছবি ও ভিডিও শেয়ার করলেন। তাহলে কী হল হঠাৎ সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তীর? তিনি সোস্যাল মিডিয়ায় নিজেই জানালেন বিস্তারিত।

Advertisement
এ কী অবস্থা! ক্ষতবিক্ষত মুখে ছেঁড়া জামায় মিমি, ভাইরাল ছবি মিমি চক্রবর্তী (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
হাইলাইটস
  • ক্ষতবিক্ষত মুখে ছেঁড়া জামা পরে ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী।
  • ভাইরাল সেই ছবি দেখেই উদ্বেগে সকলে।
  • তিনি সোস্যাল মিডিয়ায় নিজেই জানালেন বিস্তারিত।

ছিন্নভিন্ন পোশাক, পোড়া ক্ষত বিক্ষত শরীর, এই তো দু'দিন আগেই শাড়ি পড়ে লক্ষ্মী পুজোর ছবি ও ভিডিও শেয়ার করলেন। তাহলে কী হল হঠাৎ সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তীর? তিনি সোস্যাল মিডিয়ায় নিজেই জানালেন বিস্তারিত।

দু'দিন আগেই লক্ষ্মী পুজোর সমস্ত কাজ নিজের হাতে করেছেন মিমি চক্রবর্তী। পরিবারের সঙ্গে উৎসবে মেতেছিলেন তিনি। হঠাৎই গত রবিবার শেয়ার করলেন হলুদ রঙের ছেঁড়া কুর্তি পরে নিজের ক্ষতবিক্ষত চেহারা। ছবি দেখেই উদ্বেগে সকলে।

আসলে চিন্তার কোন কারণ নেই। গত ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয়েছে 'হ্যালোইন'। এই উৎসবে ভূতুড়ে সাজাটাই দীর্ঘদিনের চল। এই বছর করোনা পরিস্থিতে সেই ভাবে হ্যালোইন পার্টি ও উদযাপন হয়নি ঠিকই‌। তবে অন্যান্য বার এদিন উপলক্ষে বিশেষ পার্টি, নৈশ ভোজ ও অদ্ভুতুড়ে সাজটাই চলতি ট্রেন্ড। আর সেই উপলক্ষে অভিনেত্রী শেয়ার করেছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ছবির শ্যুটিং চলাকালীন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে ছবি চিত্রনাট্যের স্বার্থেই এইরকম মেকআপ করতে হয়েছিল মিমিকে।  

মিমি চক্রবর্তী (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

ছবিটি শেয়ার করে মিমি লিখেছেন, "আমার হ্যালোইনের লুক। আমি মনে করি যখন গোটা ওয়েব দুনিয়া হ্যালোইন উদযাপন করছেন, তখন এই ছবিটি পোস্ট করার জন্য এটাই সেরা সময়। এটা আমার ছবি SOS কলকাতা-র একটি লুক। তখন ছিল ভোর চারটে এবং সেটি আপনারা আমার স্টাইলিস্টের  মুখ দেখেই বুঝতে পারবেন।"

 

 

এর আগেও হ্যালোইন উপলক্ষে একটি মজার ভূতুড়ে ভিডিও শেয়ার করেছিলেন  অভিনেত্রী। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😂😂😂 whatever it is😂

A post shared by Mimi (@mimichakraborty) on

গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত ছবি 'SOS কলকাতা'। ছবিতে মিমি ছাড়াও রয়েছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত, এনা সাহা ও আরো অন্যান্যরা।

POST A COMMENT
Advertisement