তিনি এই মুহূর্তের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী। একের পর এক ছবির কাজ সামলে দুই খুদে সন্তানকে নিয়ে সংসারও সামলাচ্ছেন দিব্যি। অনেকই তাঁকে আজকাল বলছেন, 'লেডি সুপারস্টার'। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গৃহপ্রবেশ' দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পরের মাসেই আসছে বহু প্রতীক্ষিত 'ধূমকেতু'। হাতে রয়েছে একের পর এক ছবির শ্যুটিং। সব সামলে একান্তে মনের মানুষের সঙ্গে তিনি যে দিব্যি সময় কাটাচ্ছেন, তার আভাস দিলেন স্বয়ং নায়িকা।
স্বামী রাজের সঙ্গে ফুরফুরে মেজাজের একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। ইনস্টাগ্রামে সেই শর্ট ভিডিওটিতে মজেছেন তাঁর অনুগামীরা। ওই ভিডিওতে রাজ-শুভশ্রীর ভালবাসার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। যেখানে দেখা হয়েছে, শুভশ্রীর পিঠে চুম্বন এঁকে দিচ্ছেন রাজ। যা দেখে অনেকেই বলছেন, 'শহরজুড়ে যেন প্রেমেরেই মরশুম।'
টলিপাড়ার যে কাপলদের নিয়ে বরাবরই চর্চা হয়, তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজ-শুভশ্রী। অনেকে স্টার কাপলকে সংক্ষেপে 'রাজশ্রী'-ও বলে সম্বোধন করেন। পরিচালক-নায়িকার প্রেমকাহিনি একটা সময় টলিপাড়ার টক অফ দ্য টাউন ছিল। তাঁদের বিয়েও বেশ জমকালো ভাবে হয়েছিল। বিয়ের পরও রিয়েল লাইফের এই জুটিকে ঘিরে চর্চা থামেনি। মাঝেমধ্যেই তাঁদের ঘুরতে যাওয়ার নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেন রাজ-শুভশ্রী। বৃহস্পতিবার তেমনই এক মুহূর্ত ভাগ করে নিলেন তাঁরা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্যামেরা এক হাতে ধরেছেন শুভশ্রী। তিনিই ভিডিওটি করছেন। পাশে সাদা রঙের শার্ট পরে স্ত্রীকে সঙ্গ দিচ্ছেন রাজ। ভিডিওটির লোকেশন দেখে মনে হচ্ছে, তাঁরা কোথাও ঘুরতে গিয়েছেন। যদিও ভিডিওটি কোন এলাকার, তা স্পষ্ট করেননি কেউই। ভিডিওর ক্যাপশনে শুধু লেখা, 'আস'। ছোট্ট এই শব্দটির পাশে দেওয়া রয়েছে হার্ট সাইন।