তিনি আলাদা। এটা তো বহুবার প্রমাণ করেছেন। আজ শিক্ষক দিবস (Teachers' Day) উপলক্ষে তাঁর সব প্রাক্তন বয়ফ্রেন্ডকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সোশাল মিডিয়া পোস্টেও তিনি আলাদা। শিক্ষক দিবসে এমন পোস্ট দেখে আপ্লুত অনেকেই। একই সঙ্গে তিনি আরও একটি পোস্ট করেছেন যা ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়।
সপ্তাহ খানেক আগে নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেন শ্রীলেখা। তার ছবি এবং ভিডিও পোস্ট করার পর অনেকে কুমন্তব্য করেছিলেন তাঁকে। সোজা কথা সোজা ভাবে বলতে শ্রীলেখার মিত্র-র (Sreelekha Mitra) জুড়ি মেলা ভার। তিনি কোনও দিন রাখঢাক করে কথা বলেন না। যা মনে, তাই মুখে। ফলে তাঁকে যদি কেউ খোঁচা দেয়, তবে পাটকেল তো খেতেই হবে। জন্মদিনে বাড়িতেই টাকিলা শটস নেওয়া ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করেছিলেন অভিনেত্রী। যা দেখে বহু মানুষ অনেক বাজে বাজে মন্তব্য করেন। সেই ট্রোলারদের উদ্দেশ্যে নিজের পেজ থেকে পাল্টা দিয়েছিলেন শ্রীলেখা।
তার মধ্যে টেলিভিশন অভিনেত্রী সুদীপা মুখোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়েও পাল্টা মন্তব্য করেন শ্রীলেখা। সোশাল পোস্টেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। একের পর বিতর্ক এবং ট্রোল নিয়ে তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দিয়েছেন।
আঝ সকালে শ্রীলেখা একটি দীর্ঘ পোস্টে লেখেন, 'আমি জীবনে আর বিরক্তি চাই না। যথেষ্ট বয়স হয়েছে, ভাবছি বনবাসে যাব। তাই যত দিন আছি তত দিন আমি কী পোস্টালাম, কী জামা কাপড় পরলাম কী খেলাম, কী পান করলাম কার সঙ্গে ছবি দিলাম এটা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়াল আমি যা ইচ্ছে করব। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভুলেও প্লিজ দেখবেন না। স্বামী / স্ত্রী নিয়ে সুখে অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন। বরং পোর্টালগুলো যারা আমায় নিয়ে নিউজ করে ভিউজ আর টাকা কামাচ্ছেন আমায় একটা পারসেন্টেজ দেবেন আপনাদের রোজগার বাড়াচ্ছি তার জন্য। জীবন একটাই, আনন্দে কাটান। আমায় খ্যামা দিন। ওম শান্তি।'