scorecardresearch
 

Tollywood Celebs Picnic: নাচ-গান- খানা- পিনার সঙ্গে দেদার আড্ডা! পিকনিকে অন্য মেজাজে টলি তারকারা

Celeb Picnic: প্রতি মাসের দ্বিতীয় রবিবার প্রায় ছুটির মেজাজে থাকে ইন্ডাস্ট্রি। কারণ এদিন ছুটি থাকে স্টুডিওপাড়ার। যদিও সেটা মূলত প্রযোজ্য বাংলা টেলিভিশনের ক্ষেত্রে। তাও টলিপাড়ার সকলে এবার পিকনিকের আনন্দে মেতে উঠলেন।

Advertisement
পিকনিকে টলিপাড়ার তারকারা (ছবি: ইনস্টাগ্রাম) পিকনিকে টলিপাড়ার তারকারা (ছবি: ইনস্টাগ্রাম)

প্রায় প্রতি সপ্তাহান্তেই তারকাদের পার্টি খুব সাধারণ ব্যাপার। তা সে পাব-এ হোক কিংবা হাউজ পার্টি। মাঝে অতিমারীর জন্য সেই সমস্ত আনন্দেও ভাঁটা পড়েছিল দীর্ঘদিন। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শুরু হয়েছে পার্টি। সাধারণত বেশীরভাগ হাউজ পার্টি- আড্ডাতে মেতে উঠতে দেখা যায় টলিপাড়ার অনেককে। এবারে পিকনিকে একজোট হল প্রায় গোটা টলিউড। 

প্রতি মাসের দ্বিতীয় রবিবার প্রায় ছুটির মেজাজে থাকে ইন্ডাস্ট্রি। কারণ এদিন ছুটি স্টুডিওপাড়ার। যদিও সেটা মূলত প্রযোজ্য বাংলা টেলিভিশনের ক্ষেত্রে। তাও টলিপাড়ার সকলে এবার পিকনিকের আনন্দে মেতে উঠলেন। জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার বাওয়ালি রাজবাড়িতে জমিয়ে আনন্দ করলেন সকলে। 
 

 

এদিন হাজির ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, মহেন্দ্র সোনি, বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, সৌরভ দাস, পাওলি দাম, পদ্মনাভ দাশগুপ্ত, গৌরব চক্রবর্তী,  ঋদ্ধিমা ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায় সহ আরও অনেকে। 

আরও পড়ুন

নাচ-গান- খানা- পিনার সঙ্গে দেদার আড্ডা... সব মিলিয়ে একেবারে জমজমাট পিকনিক। রাজবাড়িতে পিকনিক করতে গিয়ে, গঙ্গার পাশে দাঁড়িয়ে পছন্দের সব গান গাইলেন অনির্বাণ, পরমব্রত, ইন্দ্রদীপরা। এদিকে সেসব গানের সঙ্গে গলা মেলালেল বাকিরা। স্ট্রেস, প্রতিযোগীতা, বক্স অফিসের লড়াই ভুলে একেবারে খোশ মেজাজে এদিন দেখা গেল টলি তারকাদের। এদিনের ছোট ছোট মুহূর্ত নিজেদের সোশ্যাল পেজে তুলে ধরেছেন তারকারা। 

Advertisement

 

 

বিভিন্ন সাক্ষাৎকার থেকে শো, টলি সেলেবদের মুখে শোনা যায় ইন্ডাস্ট্রির একতার কথা। যদিও তারকাদের মধ্যেই অনেকের গলায় আবার অন্য সুর শোনা যায়। বাকিদের কটাক্ষ করে তাঁরা বলেন, 'এসব লোক দেখানো, কোনও একতাই নেই ইন্ডাস্ট্রিতে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলা ছবির।' যদিও বাস্তবে কতটা একতা, কতটা বন্ধুত্ব তা একমাত্র বলতে পারবেন তাঁরা নিজেরাই। তবে শীতের মেজাজে প্রিয় তারকাদের এরকম একটা পিকনিকে দেখে, বাকিদেরও নিঃসন্দেহে পিকনিক করার ইচ্ছে দ্বিগুণ হয়েছে, তা বোধ হয় আর বলতে বাকি রাখে না।       
 

Advertisement