Dev On Subhashree: '৯ বছরে আমরা একটাও কথা বলিনি...', অবশেষে শুভশ্রীকে নিয়ে মুখ খুললেন দেব

Tollywood Gossips: নানা জট কেটে, মুক্তি পাচ্ছে জুটির বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। সকলের মনেই প্রশ্ন ছিল এক সময়ের টলিউডের এই হিট জুটি কি একসঙ্গে প্রচার করবেন ছবির?

Advertisement
'৯ বছরে আমরা একটাও কথা বলিনি...', অবশেষে শুভশ্রীকে নিয়ে মুখ খুললেন দেব দেব- শুভশ্রী

শিরোনামে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নানা জট কেটে, মুক্তি পাচ্ছে জুটির বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। সকলের মনেই প্রশ্ন ছিল এক সময়ের টলিউডের এই হিট জুটি কি একসঙ্গে প্রচার করবেন ছবির? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে আলাদাভাবে মুখোমুখি হয়েছেন দু'জনে। তবে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে এবার মুখ খুলেছেন দেব। 

শুভশ্রীর প্রশংসা করে দেব বলেন, "আমি শুধু এইটুকু জানি ও যেভাবে নিজের পরিবারকে সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার যোগ্য। একজন মেয়ের জন্য এটা সহজ নয়। ওঁর জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও উন্নতি করুক। শান্তিতে থাকুক। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে, তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং ডেডিকেশন লাগে। আমরা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল। সোশাল মিডিয়ায় দেখি, ওঁর কাজগুলো নিয়ে চর্চা হয়। দারুণ কাজ করছে শুভশ্রী। ওঁর শেষ ছবিটা দারুণ চলেছে। সংসার এবং কেরিয়ার দুটোই দারুণ ব্যালেন্স করছে। আমি ধূমকেতু আবার দেখলাম, দায়িত্ব নিয়ে বলছি এই ছবিতে ওঁর অভিনয় সেরা অভিনয়।" 

dev subhashree

সাংসদ- অভিনেতা তথা প্রযোজক জানান, তাঁরা গত ৯ বছরে কথা বলেননি। তাই দেখা হলে কী বলবেন তা জানেন না তিনি। দেবের কথায়, "গত ৯ বছরে আমরা একে অপরের সঙ্গে একটাও কথা বলিনি। কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয় তাহলে আমি সত্যিই জানি না আমি কি বলবো। কী বলা উচিত আমি জানি না। আমরা প্রথমবার একসঙ্গে বসলে ঠিক কী রিয়াক্সান দেব, আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গেছে, নাকি কোনও কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যিই আমার কোনও আইডিয়া নেই।" 

অবশেষে আইনি জটিলতা কাটিয়ে, প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে 'ধূমকেতু'। যার ফলে দারুণ উৎসাহী জুটির অনুরাগীরা। তাদের আবদার মেনে কি ভবিষ্যতে দেব-শুভশ্রী জুটিকে ফের দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, "আমরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখিইনি। একটা-দুটো অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। যেটায় আমি জানতামই না ওকে অ্যাওয়ার্ড দেব।"

Advertisement

 

dev subhashree

 
২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব- শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত  ছবি 'ধূমকেতু'-র। মাঝে কেটে গেছে প্রায় এক দশক। ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায়, 'ধূমকেতু-র শ্যুটিংয়ের পর দেবের সঙ্গে রানা সরকারের কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়। যার ফলে ছবিটি এতদিন প্রেক্ষাগৃহ অবধি পৌঁছায়নি। এছাড়াও, ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও, ছবি মুক্তি না-পাওয়ার কারণে তা নিয়েও যে জটিলতা তৈরি হয়, সেটাও মিটতে সময় লেগেছে। 'ধূমকেতু' ছবিতে শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। 

প্রসঙ্গত, নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননই দেব- শুভশ্রী। এমনকী সম্পর্কে থাকাকালীন  'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। যদিও তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা  জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের একজন মানুষ।  শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি কনখ আশা করেননি। 

 

dev subhashree

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কী কারণে তাঁদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। তবে নায়িকার বিভিন্ন কাছের সূত্র মারফত শোনা যায়, দেবের সঙ্গে প্রায় পাঁচ বছর সম্পর্ক  ছিল তাঁর। সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে।  
 
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয়  গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই।  'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', 'খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এরপর ২০১৬ সালে, কৌশিক গঙ্গোপাধ্যায় দেব- শুভশ্রী জুটি নিয়ে 'ধূমকেতু' ছবিটি বানিয়েছিলেন। নানাবিধ কারণে এতদিন মুক্তি পায়নি এই ছবি। তবে সব ঠিক থাকলে,আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে 'ধূমকেতু'।


 

POST A COMMENT
Advertisement