শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী- অভিনেতা যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তাঁরা। গত কয়েক মাস ধরে ফের আলোচনায় জুটি। প্রশ্ন উঠছে, পর্দার মতো বাস্তবেও কি একে অপরের সঙ্গে 'আড়ি' করলেন? কিছুদিন আগে আগে একে অপরকে আনফলো করেছিলেন। তারপর নাকি আলাদা থাকছিলেন তারকা জুটি। গুঞ্জন, 'যশরত'-র মধ্যে নাকি দূরত্ব হয়েছে।
নুসরতের ইঙ্গিতপূর্ণ পোস্ট
বিচ্ছেদ, দূরত্ব ইত্যাদির নানা চর্চার থামাতে এবার নতুন অবলম্বন করলেন নুসরত। হালকা চালে নিন্দুকদের মোক্ষম জবাব নায়িকার। সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, "মানুষকে গল্প বানাতে থাকুক, ততক্ষণ আমরা আমাদের মতো করে বাঁচতে থাকি...।" নেতিবাচক মন্তব্য এড়াতে পোস্টের কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন অভিনেত্রী। ফলে বোঝা যাচ্ছে, সব ফিসফাস- গসিপ বন্ধ করতেই এই বিশেষ পোস্ট তাঁর।
পাবলিসিটি স্টান্ট?
গত মে মাস নাগাদ ইন্ডাস্ট্রির মধ্যে খবর ছড়ায় ছবি, ভিডিও, পোস্ট সব আগের মতোই থাকলেও, একে অপরের ইনস্টা পেজের ফলোয়িং তালিকাতে দেখা যাছে না তাঁদের। যদিও অনেকে মনে করেন, এটা কোনও 'পাবলিসিটি স্টান্ট'। অন্যদিকে কিছু মানুষের ধারণা নিজেদের মধ্যে কোনও অশান্তির জেরেই হয়তো এই কাজ করেছেন তাঁরা। এদিকে দু'জনেই পেজেই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।
যশ -নুসরতের বিচ্ছেদ গুঞ্জন
জুটির মধ্যে সমস্যার গুঞ্জনের আরও বেশ কিছু কারণ আছে। টলিপাড়ার চর্চা, গত ডিসেম্বর থেকেই নাকি এক ছাদের তলায় থাকছিলেন না তাঁরা। শুধুমাত্র কাজের জন্য একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, বাকি সময় নাকি আলাদা আলাদাই থাকছিলেন। স্টুডিওপাড়ার সূত্রের দাবি ছিল, যশের প্রাক্তনকে কেন্দ্র করেই নাকি সব অশান্তির সূত্রপাত। এদিকে, ডিসেম্বর মাসেই নাকি যশ তাঁর পুরনো আবাসনে ফিরে গিয়েছিলেন এবং নুসরত থাকছিলেন তাঁর পাম এভিনিউয়ের বাড়িতে। বড় ছেলেকে নিয়ে তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন যশ। নুসরত গিয়েছিলেন উত্তরবঙ্গ। সঙ্গে ছিল ছেলে ঈশান ও পরিবার। বিচ্ছেদের গুঞ্জনে যশ জানিয়েছিলেন সবটাই রটনা। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে নুসরতও গুজব বলেই দাবি করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। এরপর ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব- বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের। যশ- নুসরতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়। এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়ে ছিলেন নুসরত।