scorecardresearch
 

নব কলেবরে প্রসেনজিৎ, শেয়ার করলেন ছবি

আপাতত মুম্বইয়ে রয়েছেন প্রসেনজিৎ। সেখানকার বিখ্যাত স্টাইলার আলিম হাকিমের হাতের ছোঁয়ায় নতুন রূপে ধরা দিলেন প্রসেনজিৎ। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে নায়ক লেখেন, 'নতুন হেয়ারস্টাইলের পর সেই বাধ্যতামূলক ফটোশুট। থ্যাঙ্ক ইউ ওয়ান্স এগেইন আলিম হাকিম।'

Advertisement
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • আপাতত মুম্বইয়ে রয়েছেন প্রসেনজিৎ
  • সেখানকার বিখ্যাত স্টাইলার আলিম হাকিমের হাতের ছোঁয়ায় নতুন রূপে ধরা দিলেন প্রসেনজিৎ

তিনি যা পরেন সেটাই ট্রেন্ড, যা করেন সেটাই স্টাইল, তিনি ইন্ডাস্ট্রি, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তাঁর নতুন হেয়ার স্টাইল। আপাতত মুম্বইয়ে রয়েছেন প্রসেনজিৎ। সেখানকার বিখ্যাত স্টাইলার আলিম হাকিমের হাতের ছোঁয়ায় নতুন রূপে ধরা দিলেন প্রসেনজিৎ। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে নায়ক লেখেন, 'নতুন হেয়ারস্টাইলের পর সেই বাধ্যতামূলক ফটোশুট। থ্যাঙ্ক ইউ ওয়ান্স এগেইন আলিম হাকিম।'

টানা লক ডাউনে বাড়িতেই কাটিয়েছেন এই টলি তারকা। যদিও সোশাল মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন তিনি। মাঝে মধ্যে নতুন ভিডিও বা ছবি পোস্ট করে বার্তাও দেন প্রসেনজিৎ। কখনও ব্যায়াম করার ভিডিও, কখনও তাঁর সিনেমার পুরনো পোস্টার বা সহ শিল্পীদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। তবে নতু লুকে নায়ককে পেয়ে খুশি অনুরাগীরা।

 

২২ মার্চ ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হয় প্রসেনজিতের দুই ছবি ‘গুমনামী’ এবং ‘জ্যেষ্ঠপুত্র’। যা নিয়ে আলাদা সোশাল পোস্টও করেন তিনি। খবরে উচ্ছ্বসিত তো বটেই। এত দীর্ঘ কেরিয়ারে এত মাইল ফলক পেরিয়ে আসার পর নতুন করে সম্মানিত হওয়া সত্যিই নতুন অনুভূতি তৈরি করে। এই সম্মান তিনি গোটা বাংলার সম্মান হিসেবেই দেখছেন।

 

Advertisement

Advertisement