Tonushree Chakraborty Gets Married: বিদেশে বেড়াতে গিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তনুশ্রী! পাত্র কে?

Tollywood Big News: কেউ কেউ ভেবেছেন নিশ্চয় কোনও ছবির প্রচার কৌশল। এরপর তনুশ্রী চক্রবর্তী নিশ্চিত করেন, সত্যি সত্যিই বিয়ে করেছেন তিনি। পাত্র কে? কতদিনের পরিচয়? কেন এভাবে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি? এসব নানা প্রশ্ন এখন সকলের মাথায় ঘুরছে।   

Advertisement
বিদেশে বেড়াতে গিয়ে সাত পাকে বাঁধা পড়লেন তনুশ্রী! পাত্র কে?  বিয়ে সারলেন তনুশ্রী- সুজিত

শুক্রবার সকাল সকাল টলিপাড়ায় সুখবর। বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী। হঠাৎ নেটমাধ্যমে সেই ছবি চমকে গিয়েছেন অনেকেই। কেউ কেউ ভেবেছেন নিশ্চয় কোনও ছবির প্রচার কৌশল। এরপর অভিনেত্রী নিশ্চিত করেন, সত্যি সত্যিই বিয়ে করেছেন তিনি। তবে এদেশে নয়, বিদেশেই একান্তে বিয়ে সেরেছেন। পাত্র কে? কতদিনের পরিচয়? কেন এভাবে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি? এসব নানা প্রশ্ন এখন সকলের মাথায় ঘুরছে।   

প্রযোজক রানা সরকার প্রথম সস্যাল মিডিয়ায় শেয়ার করেন তনুশ্রী চক্রবর্তীর বিয়ের ছবি। এরপরই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন টলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠান হয়েছে লাস ভেগাসে। হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত। এদিকে বরের জন্য ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নতুন মেগার জন্যই কোপ পড়ছে 'ফুলকি'-র উপর! কবে শেষদিনের শ্যুটিং?

 

Tonushree Chakraborty sujit bose photos

সংবাদমাধ্যমকে তনুশ্রী বলেন, একজন বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমেরিকাতে গিয়ে দেখা হয়েছিল। এরপর তনুশ্রী দেশে চলে আসেন। প্রথমে বন্ধুত্ব হলেও, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেমের বয়স যদিও খুবই কম। পাঁচ মাস ধরে প্রেম চলছিল তাঁদের। তবে নায়িকার কথায়, "সময়টা পাঁচ মাস হলেও আমরা একে-অন্যের খুবই কাছে চলে এসেছি। দু'জনে দু'জনকে ভালোবেসে ফেলেছি। দেশে ফিরেই বিয়ে করব ভেবেছিলাম। তবে বিয়েটা যে এখানেই হয়ে যাবে, সেটা ভাবিনি। ও আমার কাজকে ভীষণ রেসপেক্ট করে। সেটাই প্রধান ভাল লাগার জায়গা।" 

আরও পড়ুন: মাদক মামলায় অভিযুক্ত ওরিকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! কী কী বললেন?

জানা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। এদিকে সুজিত যে বিয়ের তোড়জোড় করে ফেলেছেন, তা বুঝতে পারেননি। পৌঁছে দেখেন বিয়ের আয়োজন! এরপর ভিডিও কলে বাবা-মাকে রেখে সুজিতের সঙ্গে বিয়ে সেরেছেন নায়িকা। তাঁর কাছে, ভেগাসে এই বিয়ের আয়োজন ছিল একেবারে স্বপ্নের মতো। সুজিত কলকাতারই ছেলে। তবে গত ২৮ বছর ধরে তিনি আমেরিকাতে থাকেন।  তনুশ্রী জানিয়েছেন আগামী দিনে দুই দেশ মিলিয়েই থাকবেন তিনি। তবে অভিনয় একেবারেই থামাবেন না। 

Advertisement

 

Tonushree Chakraborty sujit bose

বিয়ের ছবিতে দেখা যাচ্ছে স্যুট পরেছেন পাত্র। তবে ট্রাডিশনাল পোশাকে সেজেছেন পাত্রী তনুশ্রী। বিশেষ দিনের জন্য বেছে নিয়েছেন সাদা রঙা লেহেঙ্গা। হাতে র‍য়েছে শাঁখা- পলা, ছিমছাপ মেহেন্দির নকশা। সিঁথি রাঙানও সিঁদুরে। নববধূর মুখের হাসিতেই প্রকাশ পাওয়া যাচ্ছে, তিনি কতটা উচ্ছ্বসিত।               

প্রসঙ্গত, ২০১৭ সাল নাগাদ রুদ্রনীল ঘোষের সঙ্গে সম্পর্কে ছিলেন তনুশ্রী চক্রবর্তী। সকলেই ভেবেছিলেন বিয়ে করবেন তাঁরা। কিন্তু সে সম্পর্ক আর এগোয়নি। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁরা স্বীকার করেন, দু'জনে খুব ভাল বন্ধু। তবে শেষ পর্যন্ত দু'জনেই পিছিয়ে আসেন। জুটির ব্রেকআপ নিয়ে একটি গুজবও রয়েছে। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় যে, 'বেডরুম' ছবিতে অভিনয় করার সময়, অভিনেত্রী উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠটা এবং ছবিতে প্রেমের দৃশ্য তনুশ্রী ভাল ভাবে মেনে নেননি। 

আরও পড়ুন: শুরুতেই বাজিমাত প্রফেসর বিদ্যা-র! বড় বদল রেটিং চার্টে, এবার বেঙ্গল টপার কে?  

এরপর অন্য সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়। এক ব্যবসায়ীর সঙ্গেও সম্পর্কে ছিলেন তিনি। তবে সুজিতের সঙ্গে তাঁর প্রেমের কথা টিনসেল টাউনের কেউই সেভাবে জানতে পারেননি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত, জাতীয় পুরস্কার জয়ী ছবি 'ডিপ ফ্রিজ'। এই ছবির স্ক্রিনিংয়ের সময় শহরে ছিলেন না নায়িকা। বলা যায়, বেশ কিছুদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অনেকেই ভাবছিলেন হঠাৎ কী হল। এবার সকলের সব প্রশ্নের উত্তর মিলল।  


 

POST A COMMENT
Advertisement