Tonushree Chakraborty After Marriage Photos: সিঁথিতে রয়েছে সিঁদুর, বিদেশে বড়দিন উদযাপনে নববধূ তনুশ্রী

Tollywood Actress: নব বিবাহিত নায়িকা এখনও বিদেশেই র‍য়েছেন। লাস ভেগাসে এই সময়টা উৎসবের আবহ। বিয়ের পরে প্রথম বড়দিন। তাই দারুণভাবে উদযাপন করছেন।  

Advertisement
সিঁথিতে রয়েছে সিঁদুর, বিদেশে বড়দিন উদযাপনে নববধূ তনুশ্রী তনুশ্রী চক্রবর্তী

মাস খানেক আগে হঠাৎ বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। নেটমাধ্যমে ছবি দেখে কেউ কেউ ভেবেছিলেন নিশ্চয় কোনও ছবির প্রচার কৌশল। এরপর অভিনেত্রী নিশ্চিত করেন, সত্যি সত্যিই বিয়ে করেছেন তিনি। তবে এদেশে নয়, বিদেশেই একান্তে বিয়ে সেরেছেন। নব বিবাহিত নায়িকা এখনও বিদেশেই র‍য়েছেন। লাস ভেগাসে এই সময়টা উৎসবের আবহ। বিয়ের পরে প্রথম বড়দিন। তাই দারুণভাবে উদযাপন করছেন।  

সিঁথিতে দেখা যাচ্ছে সিঁদুর। পরনে ডেনিমের সঙ্গে সাদা রঙা সোয়েটার। নিজের হাতে ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ঝলক তুলে ধরেছেন। এই ভিডিও সামনে আসতেই, তারকা থেকে শুরু করে অনুগামীরা ভালোবাসায় ভরাচ্ছেন। কিছুদিন আগেও বেশ কয়েকটি 'সানকিসড' ছবি শেয়ার করেছিলেন। নরম রোদ গায়ে মেখে, নো-মেকআপ লুকের এই ছবিগুলিতেও তাঁর সিঁথিতে দেখা যাচ্ছে সিঁদুর। বিয়ের পরের দিনগুলো চুটিয়ে উপভোগ করছেন টলি নায়িকা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tnusree C (@tonushree_10)

 

গত ২৮ নভেম্বর, প্রযোজক রানা সরকার প্রথম সোস্যাল মিডিয়ায় শেয়ার করেন তনুশ্রীর বিয়ের ছবি। এরপরই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আটলান্টা বেসড আইটি প্রফেশনাল, টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠান হয়েছে লাস ভেগাসে। হিরের আংটি দিয়ে তনুশ্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজিত। এদিকে বরের জন্য ফ্লোরিডাতে ট্রিপ প্ল্যান করছেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tnusree C (@tonushree_10)

সংবাদমাধ্যমকে তনুশ্রী বলেন, একজন বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমেরিকাতে গিয়ে দেখা হয়েছিল। এরপর তনুশ্রী দেশে চলে আসেন। প্রথমে বন্ধুত্ব হলেও, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেমের বয়স যদিও খুবই কম। পাঁচ মাস ধরে প্রেম চলছিল তাঁদের। তবে নায়িকার কথায়, "সময়টা পাঁচ মাস হলেও আমরা একে-অন্যের খুবই কাছে চলে এসেছি। দু'জনে দু'জনকে ভালোবেসে ফেলেছি। দেশে ফিরেই বিয়ে করব ভেবেছিলাম। তবে বিয়েটা যে এখানেই হয়ে যাবে, সেটা ভাবিনি। ও আমার কাজকে ভীষণ রেসপেক্ট করে। সেটাই প্রধান ভাল লাগার জায়গা।" 

Advertisement

জানা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। এদিকে সুজিত যে বিয়ের তোড়জোড় করে ফেলেছেন, তা বুঝতে পারেননি। পৌঁছে দেখেন বিয়ের আয়োজন! এরপর ভিডিও কলে বাবা-মাকে রেখে সুজিতের সঙ্গে বিয়ে সেরেছেন নায়িকা। তাঁর কাছে, ভেগাসে এই বিয়ের আয়োজন ছিল একেবারে স্বপ্নের মতো। সুজিত কলকাতারই ছেলে। তবে গত ২৮ বছর ধরে তিনি আমেরিকাতে থাকেন।  তনুশ্রী জানিয়েছেন আগামী দিনে দুই দেশ মিলিয়েই থাকবেন তিনি। তবে অভিনয় একেবারেই থামাবেন না। 

প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত, জাতীয় পুরস্কার জয়ী ছবি 'ডিপ ফ্রিজ'। এই ছবির স্ক্রিনিংয়ের সময় শহরে ছিলেন না নায়িকা। বলা যায়, বেশ কিছুদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অনেকেই ভাবছিলেন হঠাৎ কী হল। এবার সকলের সব প্রশ্নের উত্তর মিলল।  

 

POST A COMMENT
Advertisement