Ujaan Ganguly: নেটফ্লিক্সের সিরিজ পরিচালনায় উজান, ছেলের সাফল্যে আগেবপ্রবণ কৌশিক

Ujaan Ganguly: বাবা- মায়ের সঙ্গে ফিল্মি পার্টি থেকে ছবির প্রিমিয়ারেও হাজির থাকেন উজান গঙ্গোপাধ্যায়। এবার ছেলে তাঁর জীবনের নতুন অধ্যায়ে পা রাখল। স্বাভাবিক ভাবেই গর্বিত পরিচালক- অভিনেতা। 

Advertisement
নেটফ্লিক্সের সিরিজ পরিচালনায় উজান, ছেলের সাফল্যে আগেবপ্রবণ কৌশিক কৌশিক, চূর্ণী, উজান (ছবি: ফেসবুক)

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন- পরিবারের দিকে অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের তারকার ছেলে- মেয়েরা কী করেন, তাঁরা কোন পেশার সঙ্গে যুক্ত? যদিও কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজানের ক্ষেত্রে বিষয়টা অবশ্য একটু ভিন্ন। বিনোদন জগতের চেনা মুখ তিনি। বাবা- মায়ের সঙ্গে ফিল্মি পার্টি থেকে ছবির প্রিমিয়ারেও হাজির থাকেন উজান। এবার ছেলে তাঁর জীবনের নতুন অধ্যায়ে পা রাখল। স্বাভাবিক ভাবেই গর্বিত পরিচালক- অভিনেতা। 

২০১৮ সালে 'রসগোল্লা' ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন উজান। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেছেন তারকা দম্পতি পুত্র। এরপর আরও একটি ছবিতে অভিনয় করেন তিনি। 'লক্ষ্মী ছেলে' ছবিতে কাজ করে উজানের ঝুলিতে আসে বেশ কিছু পুরস্কার। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যামেরার সামনে কাজ করার পাশাপাশি পিছনে কাজ করতে
চান তিনি। 

অক্লান্ত পরিশ্রম এবং সেই প্রবল ইচ্ছে পূরণ হল এবার। বুধবার নিজেই সেই সুখবর দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। নেটফ্লিক্সের সিরিজ 'কুরুক্ষেত্র'-র পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্ব পালন করেছেন উজান। সিরিজটির গান লিখেছেন গুলজার। প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই, দু'জনের  নাম পাশাপাশি জ্বলজ্বল করছে। এই অ্যানিমেটেড সিরিজটি কুরুক্ষেত্রের ১৮ দিনের চূড়ান্ত যুদ্ধের উপর গড়ে উঠেছে মূলত। নেটফ্লিক্স এই সিরিজটি দুটি সিজনে, নয়টি পর্ব করে স্ট্রিমিং করার পরিকল্পনা করেছে।

ছেলের সাফল্যে দারুণ খুশি কৌশিক- চূর্ণী। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন পরিচালক- অভিনেতা। 'কুরুক্ষেত্র'-র পোস্টার শেয়ার করে কৌশিক লিখেছেন, "সন্তান কোনও দিনই বাবা মায়ের কাছে বড় হয় না। তাই ছোটবেলার স্কুলের প্রথম দিনের আবেগ আর গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়ার আনন্দের কোনও ফারাক পাইনি। আজ সকালে উঠে নেটফ্লিক্স সিরিজ 'কুরুক্ষেত্র'-র প্রথম ঘোষণার পোস্টারের নিচে লেখা 'লিরিক্স গুলজার'। আর তার ঠিক পাশেই 'রাইটার ডিরেক্টর উজান গাঙ্গুলী' নামটা দেখে বাবা মায়ের মনে যা ঘটতে পারে ঠিক তাই হচ্ছে!" 

Advertisement

তিনি আরও লেখেন, "আমি, চূর্ণী তো চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করছি। আজ উজানও অভিনয়ের গন্ডি পেরিয়ে চিত্রনাট্য ও পরিচালনায় তার দক্ষতা যাচাই করার বিরাট সুযোগ পেয়েছে। দীর্ঘ ৩ বছর মুখ বুজে অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই দিনটা। অ্যানিমেশন হোক বা লাইভ অ্যাকশন ছবি, নেপথ্যে বহু মানুষের যৌথ লড়াই থাকে। তাঁদের প্রত্যেককে আমার ও চূর্ণীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনারা উজানকে আশীর্বাদ করুন যাতে ও ওর স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে ও নিজেকে আজীবন উজাড় করে দিতে পারে বিনোদনের কর্মজীবনে।" 

 

 

প্রসঙ্গত, উজানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করার খিদে এতটাই ছিল যে, সিনেমার টানে তিনি ছেড়েছেন জীবনের বড় সুযোগ। অক্সফোর্ডে ডি.ফিল করার সুযোগ ছেড়ে কলকাতায় এসেছিলেন কৌশিক-পুত্র। বছরখানেক আগে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানান, "সেদিন আকাশে লেখা ছিল, যে অক্সফোর্ডে DPhil করার সুযোগ ছেড়ে দিয়ে আমি কলকাতা ফিরে আসবো। অভিনয় করতে, গল্প বুনতে। হয়তো একদিন ডক্টরেট করার ছেলেবেলার ইচ্ছে পূরণ করতে আবার থাকবো সেই ঠান্ডা সূর্যহীন দেশে। কিন্তু আপাতত, আমার সিনেমার পোকা গাইছে - 'যত ভাবি, ভুলে গেছি, তবু চুপিচুপি খোঁজে সে আমায়!'
 

POST A COMMENT
Advertisement