scorecardresearch
 

'টুম্পা'-র হাম্পিতে জমজমাট তারকা থেকে সাধারণ মানুষ, কী যাদু আছে টুম্পায়...

'টুম্পা' ভাসানগীতিতে মজেছে আম-আদমি। মজেছে তারকারাও। কী যাদু আছে 'টুম্পা'র? কী বলছে 'টুম্পা'র সৃষ্টিকর্তারা?

Advertisement
'টুম্পা' গানে মাতোয়ারা 'টুম্পা' গানে মাতোয়ারা
হাইলাইটস
  • 'টুম্পা' ভাসানগীতিতে মজেছে আম-আদমি। মজেছে তারকারাও।
  • 'Rest in প্রেম' নামে একটি ওয়েব সিরিজের প্রোমোশনাল গান 'টুম্পা'।
  • 'টুম্পা' গানে কোমর দুলিয়েছেন মালিক সমেত খোকা, উপরি পাওনা ভিঞ্চিদাও।

পুজোর ঠিক দু'সপ্তাহ আগে শহরে এসেছে 'টুম্পা'। আর এরই মধ্যে জায়গা করে নিয়েছে সাধারণ মানুষ থেকে তারকাদের মনে। কে এই 'টুম্পা' বুঝতে পারছেন কি? আরে... এ যে সে 'টুম্পা' নয়.... এ হল চরম বিষন্নতায় আপনার মনকে দুলিয়ে দেবে, নেচে উঠবে গোটা শরীরও। 

গোটা চার পাঁচেক বন্ধু কারোর পরোয়া না করে নিজেদের টাকায় তৈরি করে সি নে মা। স্বাধীন চলচ্চিত্র। ওয়েব সিরিজ। 'টুম্পা' এই বন্ধুদেরই ফসল। 'Rest in প্রেম' নামে একটি ওয়েব সিরিজের প্রোমোশনাল গান 'টুম্পা'। যার এই মুহূ্র্তে ভিউ প্রায় চার কোটি ছুঁই ছুঁই। লাইকের সংখ্যাটা না হয় নাই বা বললাম। তা এই 'টুম্পা'র জন্ম হল কীভাবে জানতে চেয়ে আমরা যোগাযোগ করেছিলাম 'টুম্পা'র গায়ক এবং গীতিকার আরব-এর সঙ্গে। প্রশ্ন ছিল, এরকম একটা আইটেম বানালেন ভাই... তখনি থামিয়ে দিয়ে মানতে নারাজ। ''না আইটেম নয়। তথাকথিত আইটেমে যেভাবে একজন মহিলাকে পণ্য হিসেবে দেখানো হয়, সেভাবে কি দেখা গেছে এখানে? এই গান একেবারে সবার জন্য। সাধারণ মানুষ যেভাবে কথা বলে, একদম সেই ভাষা রেখেই এই গান। তাই তো সকলের মন ছুঁয়েছে। খুব সাধারণ একটা নেশা খৈনি, খুব সামান্য চাহিদা নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা দীঘা... এইসবই তো রয়েছে গানে।''  

টুম্পা

গানে রয়েছে খানিক বেদনার কথাও... এই যেমন বিয়ের পর দিনই যদি কারোর বউ পালিয়ে যায়, তা সে কী করবে? আজকাল তো আর সে দিন নেই মশাই যে, হায় হায় করো কান্না জুড়ে দেবে... বা নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেবে। যে গেছে সে গেছে... নতুনের দিকে তো তাকাতেই হবে ভায়া! তাই তো 'টুম্পা এলো, টুম্পা এলো, টুম্পা এলো...।'

Advertisement

'Rest in প্রেম'-এ অভিনয় করেছেন সায়ন ঘোষ, দীপাংশু আচার্য, সুমনা দাস সহ আরও অনেকে। গায়ক গীতিকার আরবও রয়েছেন ছবিতে। 'টুম্পা' গানটিতে সুর দিয়েছেন অভিষেক সাহা। 'Rest in প্রেম' মুক্তির পর থেকে একচিলতে রেস্ট পাননি পরিচালক অরিজিত্ সরকার। একটা ফোন শেষ হতে না হতেই আর একটা। কলার টিউনেও বাজছে 'টুম্পা এলো, টুম্পা এলো, টুম্পা এলো...।' তিন বছর আগে অন্য একটা সিরিজের জন্য তৈরি হয়েছিল 'টুম্পা' সঙ। যেকোনও কারণ বশত ওখানে জায়গা পায়নি। 

ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার অরিজিতের পূর্ব ভাবনাতেই ছিল 'টুম্পা' ভাইরাল হবেই। অনিবার্ণ ভট্টাচার্যর বিয়ের রিসেপশনে কোমর দুলিয়েছেন খোদ খোকা এবং মালিক। সঙ্গ দিয়েছেন ভিঞ্চিদা রুদ্রনীল। অন্যদিকে মেয়ের জন্মদিনে প্রায় সারা রাত নেচেও ক্লান্ত হননি শ্রীলেখা মিত্র। অরিজিতের কাছে এর থেকেও ''সবচেয়ে বড় পাওনা পাড়ার কালীপুজোর প্যান্ডেলে আমার ছবির গান বেজেছে। অতিমারীর বাজারে সাধারণ মানুষকে যে একটু নাচিয়ে খুশি রাখেতে পেরেছি, সেটাই বড় প্রাপ্তি। সবাই সাহায্য করছে বিভিন্নভাবে, আমি আমার মতন করে তাঁদের আনন্দ দিয়েছি।''

টুম্পা

নিজেদের চ্যানেল 'কনফিউজড পিকচার' থেকেই মুক্তি পয়েছে 'Rest in প্রেম'। আপাতত সিজন ওয়ান শেষ। সিজন টু-র অপেক্ষা। সামনেই আসতে চলেছে এই সিরিজের আরও একটি মজার গান 'পুটকি ভাই'। আশা সেই গানেও সকলে দুলে উঠবেন।

Advertisement