Yearender 2023- Tolly Starkids: এবছর পরিবারে এসেছে ছোট্ট অতিথি, বাবা- মা হলেন কোন টলি তারকারা?

Tollywood Starkids: সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের সেরা প্রাপ্তির মধ্যে এটি একটি। নতুন বছর শুরুর আগে ফিরে দেখা যাক, এবছর টলিপাড়ার কোন স্টারকিডদের আগমন হল।

Advertisement
এবছর পরিবারে এসেছে ছোট্ট অতিথি, বাবা- মা হলেন কোন টলি তারকারা?২০২৩ টলিউড স্টার কিডস

২০২৩ শেষ হতে চলল। প্রতি বছরই ভাল -খারাপ মেশানো মিশ্র অনুভূতি দেয় সকলকে। চলতি বছর একটু বাড়তি স্পেশাল কিছু তারকার জন্য। তাদের পরিবারে আগমন হয়েছে ছোট্ট অতিথির। সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই তাঁরা জানিয়েছেন নিজেদের জীবনের সেরা প্রাপ্তির মধ্যে এটি একটি। নতুন বছর শুরুর আগে ফিরে দেখা যাক, এবছর টলিপাড়ার কোন স্টারকিডদের আগমন হল।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

এবছর জুলাই মাসের শুরুতেই সঙ্গীতশিল্পী অনীক ধর জানান দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি। স্ত্রীয়ের সাধভক্ষণে ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন অনীক। এরপর গত ১১ সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনীক-পত্নী দেবলীনা। এর আগে তাঁদের কন্যা সন্তান ছিল। এবার অনীক-দেবলীনার ঘরে এসেছে পুত্র সন্তান। ছেলের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অনীক। গায়ককে শুভেচ্ছা- ভালোবাসায় ভরান সকলে।  

 

 

চলতি বছরের পয়লা বৈশাখেই ঋদ্ধিমা ঘোষ ঘোষণা করেন, তিনি মা হতে চলেছেন। গত ১৬ সেপ্টেম্বর আসে সেই শুভক্ষণ। বাবা- মা হোন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা। টলি অভিনেত্রীর কোল আলো করে আসে পুত্র সন্তান। স্বাভাবিকভাবেই পরিবারে একরাশ খুশির আবহ আসে। তারকা জুটি তাঁদের ছেলের নাম রাখেন ধীর। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একরত্তির সঙ্গে নানা ছবি শেয়ার করেন তাঁরা। এমনকী কিছুদিন আগে ছেলেকে সঙ্গে নিয়েই বিমানে চড়ে ভ্যাকেশনে গিয়েছিলেন জুটি।  

       

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

গত ১৬ অক্টোবর দ্বিতীয়বার বাবা হোন জিৎ। পুজোর আগেই দ্বিতীয়বার বাবা হন টলিউড সুপারস্টার। প্রথম সন্তান নভন্যা হওয়ার ১১ বছর পর, এবার পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী মোহনা। অন্ত:সত্ত্বা থাকাকালীন প্রেগন্যান্সির ফটোশ্যুট করেন হবু বাবা- মা। সেই সময়ই মোহনার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। পরিবারের নতুন অতিথি আসার সুখবর সেসময়ই সকলের সঙ্গে ভাগ করে নেন টলি অভিনেতা। 

Advertisement

 

 

২০২৩ সালটা দারুণ স্পেশাল টলিউডের পাওয়ার কাপল রাজ চক্রবর্তী- শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য। তারকা জুটির পরিবারে এসেছে ছোট্ট অতিথি। গত ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন টলিউড নায়িকা। কন্যা সন্তান এসেছে পরিবারে। 'রাজশ্রী', তাঁদের মেয়ের নাম রেখেছেন ইয়ালিনি। নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দেবী সরস্বতীর আরেক নাম- 'ইয়ালিনী'। যেহেতু, রাজ- শুভশ্রীর প্রথম সন্তানের নাম ইউভান। মনে করা হচ্ছে, ইংরাজি অক্ষর 'ওয়াই'(Y) বা বাংলা 'ই', জুটির জন্য শুভ।              

 
 

POST A COMMENT
Advertisement