scorecardresearch
 

Abar Bochhor Koori Pore Movie Music Launch Event:'আবার বছর কুড়ি পরে'-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান হাজির কলাকুশলীরা

Abar Bochhor Koori Pore Movie Music Launch Event:'আবার বছর কুড়ি পরে'-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠান হাজির কলাকুশলীরা

বন্ধুত্ব, নস্ট্যালজিয়া ও বন্ধুদের রিইউনিয়ন! মূলত এই নিয়েই তৈরি শ্রীমন্ত সেনগুপ্তের ছবি 'আবার বছর কুড়ি পরে'। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। সঙ্গীত পরিচালনা রণজয় ভট্টাচার্যের। আগামী ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বন্ধুত্বের ছবি। তার আগে মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আজতক বাংলার সঙ্গে আড্ডা দিলেন কলাকুশলীরা।

Abar Bochhor Koori Pore Music Launch Event