scorecardresearch
 
Advertisement

Abbar Kanchanjangha: পিকনিকের আমেজে পাহাড়ে হয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র শ্যুটিং! ব্যাক স্টেজের গল্প নিয়ে আড্ডায় অভিনেতারা

Abbar Kanchanjangha: পিকনিকের আমেজে পাহাড়ে হয়েছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র শ্যুটিং! ব্যাক স্টেজের গল্প নিয়ে আড্ডায় অভিনেতারা

টলিপাড়ার একঝাঁক শিল্পী নিয়ে 'আবার কাঞ্চনজঙ্ঘা' তৈরি করেছেন রাজর্ষি দে। ১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে -এর বহু প্রতীক্ষিত ছবি। কিংবদন্তি সত্যজিৎ রায়ের ছবি 'কাঞ্চনজঙ্ঘা', বাংলা চলচ্চিত্র জগতে এক অন্যতম মাইলস্টোন। আর তাই তাঁকে সম্মান জানাতেই 'আবার কাঞ্চনজঙ্ঘা'। যদিও এটি সম্পূর্ণ মৌলিক গল্প নিয়েই তৈরি হয়েছে। শ্যুটিং হয়েছে মূলত উত্তরবঙ্গে। শ্যুটিংয়ের ফাঁকের মজা, ছবির খুঁটিনাটি নিয়ে আজতক বাংলার সঙ্গে আড্ডায় অভিনেতারা।

Abbar Kanchanjangha bangla movie by Raajhorshee De was shot in a picnic mood in North Bengal actors share anecdotes and unknown stories

Advertisement