Advertisement

Subhasish Mukherjee: গ্রুপ থিয়েটার থেকে টলিউড, প্রিয় খাবার থেকে পলিটিক্স; 'ব্যক্তিগত'-তে আসছেন শুভাশিস মুখোপাধ্যায়

টলিউডে কমেডিয়ানের চরিত্র বলতেই যাঁদের কথা মাথায় আসে তাঁদের মধ্যে অন্যতম তিনি। নয়ের দশকে দাপটের সঙ্গে অসংখ্য ছবিতে কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন। বলা ভালো, রাজত্ব করেছেন। আবার সেই তিনিই যখন শিল্পান্তর বা হারবার্টের মতো ছবিতে সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন তখন দর্শক মুগ্ধ হয়ে তাঁকে দেখেছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন চার দশকেরও বেশি সময়। করেছেন, নাটক, যাত্রা। বেতারে কাজেও তাঁর সুখ্যাতি রয়েছে। 'ব্যক্তিগত'-তে এবারের আমাদের অতিথি শুভাশিস মুখোপাধ্যায়। প্রথম পর্ব শুক্রবার।

Advertisement
POST A COMMENT