সত্যজিৎ রায়ই নামকরণ এবং নামাঙ্কন করেছিলেন নন্দনের। আর সেই সরকারি প্রেক্ষাগৃহেই মুক্তির সপ্তাহে জায়গা হল না কিংবদন্তী শিল্পীর জীবনভিত্তিক ছবি 'অপরাজিত'-র। এমনকী এই ছবির স্থান হয়নি রাধা স্টুডিওতেও। এই নিয়ে বিতর্ক তুঙ্গে টলিপাড়া থেকে নেটিজেনদের মধ্যে। এমনকী এনিয়ে বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলেও। ছবির স্ক্রিনিংয়ের বিতর্ক প্রসঙ্গে এবার আজতক বাংলার সামনে মুখ খুললেন পরিচালক অনীক দত্ত।
Anik Dutta opens up on Aparajito bangla movie not Screening at Nandan and Radha Studio