scorecardresearch
 
Advertisement

Anindya-Shruti: সৃজিতের ছবিতে ডেবিউ অনিন্দ্য- শ্রুতির! পরিচালকের বকা থেকে শ্যুটিংয়ের ফাঁকের মজা শেয়ার করলেন জুটি

Anindya-Shruti: সৃজিতের ছবিতে ডেবিউ অনিন্দ্য- শ্রুতির! পরিচালকের বকা থেকে শ্যুটিংয়ের ফাঁকের মজা শেয়ার করলেন জুটি

দর্শকদের এক নিছক প্রেমের গল্প বলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। কলেজ জীবন, প্রেম, সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে 'কাহানি ম্যায় ট্যুইস্ট' রয়েছে এছবিতে। একঝাঁক নতুন মুখ ও তরুণ প্রতিভা মিলে আসছে 'এক্স = প্রেম'(X Equals To Prem)। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় ডেবিউ করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। খিলাত ও জয়ী চরিত্রে তাঁদের রসায়ন ইতিমধ্যে চোখে পড়েছে সকলের। প্রথম কাজের অভিজ্ঞতা থেকে অফস্ক্রিন মজা, আজতক বাংলার সঙ্গে শেয়ার করলেন জুটি।

Anindya Sengupta and Shruti Das debuts in Srijit Mukherji new bangla film X Equals To Prem

Advertisement