scorecardresearch
 
Advertisement

Anirban Bhattacharya Exclusive: টলিপাড়ার একজোট হওয়ার প্রয়োজন নেই! কেন বললেন অনির্বাণ?

Anirban Bhattacharya Exclusive: টলিপাড়ার একজোট হওয়ার প্রয়োজন নেই! কেন বললেন অনির্বাণ?

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস আয়োজিত 'সিনেমার সমাবর্তন'-এ হাজির হয়েছিল প্রায় গোটা টলি পাড়া। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যও। 'দ্বিতীয় পুরুষ' ছবির জন্য 'সবচেয়ে জনপ্রিয় অভিনেতার' পুরস্কার পান তিনি। নিজের যে কোনও কাজ থেকে কতটা আশা থাকে অনির্বাণের? টলিপাড়ার একতাও বা কতটা জুরুরি? এই সমস্ত নিয়ে আজতক বাংলার সঙ্গে খোলামেলা আলোচনা করলেন অভিনেতা- পরিচালক।

Anirban Bhattacharya actor director says tollywood industry does not need unit

Advertisement