দারিদ্রের মধ্যে কেটেছে মেয়েবেলা। তবে দমে যাননি। খুব ছোট থেকেই লড়াই করে জিতেছেন জীবনযুদ্ধে। অপরাজিত আঢ্য কীভাবে বড় হয়ে উঠলেন, কেমন ছিল বাড়ির পরিবেশ? 'ব্যক্তিগত' র প্রথম পর্বে জানালেন সেই সব।