Advertisement

গান, নাচ, অভিনয় থেকে বাড়ির অমতে বিয়ে; প্রাণখোলা হাসি নিয়ে 'ব্যক্তিগত' তে Aparajita Adhya

মাত্র ১৯ বছর বয়সে সিনেমায় অভিনয়। সেই বয়সেই বাড়ির অমতে বিয়ে। প্রায় ২৮ বছর ধরে কাজ করছেন টলিউডে। তিনি যে বড় অভিনেত্রী, তা একবাক্যেই স্বীকার করে নেন নিন্দুকেরাও। রাজনীতি, সমাজনীতি, মেয়েদের অবস্থা নিয়ে নিজস্ব অবস্থান রয়েছে তাঁর। কাজের জায়গায় ঝড় ঝাপটা এসেছে, তবে সামলে নিয়েছেন বারবার। কোনও কোনও সময় তিনি ঠোঁটকাটা কিন্ত মুখে হাসি রাখতে ভোলেন না। 'ব্যক্তিগত' তে এবারের অতিথি অপরাজিতা আঢ্য। প্রথম পর্ব শুক্রবার।

Advertisement
POST A COMMENT