Advertisement

Arati Mukherjee : অনেক অজানা কথা নিয়ে স্বর্ণযুগের কিংবদন্তী শিল্পী আরতি মুখোপাধ্যায়

আরতি মুখোপাধ্যায়। তার মধুরকণ্ঠ মাতিয়ে তুলেছিল বাঙালিকে। একসময় তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল বাংলা ছবিতে সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জায়গায় তাঁকে নেওয়া হয়েছিল। যাটের দশকের শেষে তিনি শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজার মতো নায়িকাদের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়েছেন। আজতক বাংলায় অনেক অজানা কথা গল্প তিনি আমাদের সঙ্গে করলেন।

Golden time artist Arati Mukherjee

Advertisement