Advertisement

Bishakto Manush Video: মৃতদেহের সঙ্গে যৌনতার ইচ্ছে! সানি রায়ের 'বিষাক্ত মানুষ'-র শ্যুটিংয়ের ফাঁকে অভিনেতারা

মৃতদেহের সঙ্গে যৌনতার আকাঙ্ক্ষা? শুনে অবাক হচ্ছেন? এবার রুপোলী পর্দায় আসছে নেক্রোফিলিক (Necrophilic), অর্থাৎ মানসিক অসুস্থতার এক গল্প। সানি রায়ের পরিচালনায় এবং সোনম মুভিজের প্রযোজনায় আসছে 'বিষাক্ত মানুষ' (Bishakto Manush)। ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু মুখোপাধ্যায়। চর্চিত এই ছবির কাস্টিংয়ে রয়েছে চমক। অভিনয় করছেন সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায়, সুমনা দাস, জিনা তরফদার, অনংসা বিশ্বাস, যুধাজিৎ সরকার, সঙ্ঘশ্রী মিত্র সিনহা, পলাশ হক, শুভম, বিমল গিরি সহ আরও অন্যান্যরা। শুরু হয়েছে ছবির শ্যুটিং। ফ্লোর থেকে খুঁটিনাটি শেয়ার করলেন অভিনেতারা।

Advertisement