কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প এবার বড় পর্দায়। ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেল, সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ছবি- ‘ঝরা পালক’। এই ছবিতে রূপসী বাংলার কবির চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। কবিপত্নী লাবণ্যপ্রভা দাশের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। কতটা কঠিন ছিল এরকম একটা চরিত্রে অভিনয় করা? কতটা প্রস্তুতি নিতে হয়েছিল? আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেয়ার করলেন রাজ্যের মন্ত্রী -অভিনেতা, পরিচালক তথা নাট্য ব্যাক্তিত্ব ব্রাত্য বসু।
Bratya Basu plays the role of poet Jibanananda Das in Jhora Palok bangla movie