মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু। দেব ও শুভশ্রীর 'মেগা শো'র পরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অগ্রিম বুকিংয়েও ধূমকেতু টেক্কা দিচ্ছে ওয়ার ২ এবং কুলিকে। এই আবহে বুধবার নৈহাটির বড়মার মন্দিরে আরও একবার একসঙ্গে দেব-শুভশ্রী। দিলেন পুজো। দেখুন পুরো ভিডিও।