Advertisement

Dev-Subhashree: সকলের সামনেই শুভশ্রীকে ফলো করলেন দেব, VIDEO

দেব ও শুভশ্রীর পুরনো রসায়ন যেন জমে উঠেছে। ধূমকেতু ছবিতে দেব ও শুভশ্রী জুটি ফিরছে। কিন্তু সিনেমার আগে যেন ফিরে এল সেই প্রেমও। শুভশ্রী ও দেব জুটি জমজমাট। ভরা স্টেজে একাধিক সিক্রেটও ফাঁস হল। দেব একসময় ইনস্টাগ্রামে শুভশ্রীকে আনফলো করেছিলেন। তাও জানা গেল। সেই দেবই সকলের সামনে শুভশ্রীকে আবার ফলো করলেন।

Advertisement
POST A COMMENT