Advertisement

Exclusive: নতুন 'যুদ্ধ'-এর প্রস্তুতি শ্রাবন্তীর, শিখছেন তরবারি চালানো-লাঠিখেলা; পরিচালনায় শুভ্রজিৎ

বাংলার ব্যান্ডিট কুইন অর্থাৎ দেবী চৌধুরানীর (Devi Chowdhurani) জীবনী বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় দেবী চৌধুরানীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। ছবিটি সাতটি ভাষায় মুক্তি পাবে।

Advertisement
POST A COMMENT