scorecardresearch
 
Advertisement

Ditipriya Roy: '... না পাঠনো চিঠিটা এখনও রয়ে গেছে...', সিক্রেট শেয়ার করলেন দিতিপ্রিয়া

Ditipriya Roy: '... না পাঠনো চিঠিটা এখনও রয়ে গেছে...', সিক্রেট শেয়ার করলেন দিতিপ্রিয়া

বেশ কিছু মাস আগেই রানিমার ইমেজ ভেঙে, নতুন জার্নি শুরু করেছেন দিতিপ্রিয়া রায়। ওটিটি -র পাশাপাশি জোর কদমে চলছে বড় পর্দার কাজ। এবার তিনি জুটি বাঁধছেন একেন বাবুর সঙ্গী বাপি বাবু অর্থাৎ অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়ের সঙ্গে। অভ্রজিৎ সেনের পরিচালনায় হইচই-তে আসছে 'ডাকঘর'। এই সিরিজে হাগদা গ্রামের মেয়ে, মঞ্জরীর চরিত্রে অভিনয় করছেন তিনি। নাম শুনেই বোঝা যাচ্ছে 'চিঠি' এই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিতিপ্রিয়া কখনও চিঠি লিখেছেন মনের মানুষকে? এখনও কি সিঙ্গেল তিনি? প্রেম, চিঠি থেকে নতুন সিরিজ নিয়ে bangla.aajtak.in-এর সঙ্গে আড্ডা দিলেন দিতিপ্রিয়া। শেয়ার করলেন অজানা সিক্রেটস।

Advertisement