Advertisement

Sandipta Sen: রূদ্ধশ্বাস রাজস্থান-এর তারকাখচিত প্রিমিয়ারে দেখা গেল অভিনেত্রী সন্দীপ্তা সেনকে

দ্য একেন: রূদ্ধশ্বাস রাজস্থান- এর তারকাখচিত প্রিমিয়ারে দেখা গেল অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। শহরের একটি শপিংমলে বসেছিল সেই চাঁদের হাট। সেখানেই গাঢ় লাল রংয়ের শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজে দেখা যায় সন্দীপ্তাকে। একেনবাবুর সঙ্গে এক ফ্রেমেও দেখা যায় তাঁকে। দিলেন অনুরাগীদের অটোগ্রাফ। তুললেন অসংখ্য ফটো। গোটা সন্ধ্যাটাই একটি রিলে পোস্ট করেছেন সন্দীপ্তা তাঁর ইনস্টাগ্রামে।

Glamorous Sandipta Sen at the premiere of The Eken Ruddhashwas Rajasthan

Advertisement