Advertisement

Jeet Exclusive: একই ছবিতে প্রসেনজিৎ-দেব- জিৎ? নয়া জল্পনা নিয়ে মুখ খুললেন বাংলা সিনেমার 'বস'

একই ছবিতে প্রথম সারির শিল্পীরা থাকা বলিউডের ট্রেন্ড। যেমন শাহরুখ খানের ছবিতে সলমন খান কিংবা সলমনের ছবি শাহরুখকে প্রায়ই দেখা যায়। সৌজন্য দেখাতে বহুক্ষেত্রে ক্যামেও চরিত্রে দেখা যায় তাবড় তারকাদের। টলিউডের এই মুহূর্তের তিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ। তিনজনকে একই ছবিতে দেখা যেতে পারে খুব শীঘ্রই। এই জল্পনাই এখন ঘুরছে স্টুডিও পাড়ার অন্দরে। আসল সত্যি কী? bangla.aajtak.in-র সঙ্গে এক্সক্লুসিভ আড্ডার মাঝে শেয়ার করলেন জিৎ।

TAGS:
    Advertisement
    POST A COMMENT