Advertisement

Suman Ghosh Exclusive: ছবি বিশ্বাস না মিঠুন চক্রবর্তী ভাল? আড্ডায় 'কাবুলিওয়ালা'-র পরিচালক

Suman Ghosh: ফের বড় পর্দায় আসছে রহমত ও তার খোকির গল্প। আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা'। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে এবং ছোট্ট মিনির চরিত্রে রয়েছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। পর্দার পিছনে মিঠুন কেমন? কেন এই ছবি তৈরির সিদ্ধান্ত নেন পরিচালক? bangla.aajtak.in-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেয়ার করলেন সুমন। এর আগে ১৯৫৬ সালে পরিচালক তপন সিনহা পরিচালিত 'কাবুলিওয়ালা' বেশ জনপ্রিয়তা পায়। দুই ছবির তুলনা প্রসঙ্গেও কথা বললেন পরিচালক।

Advertisement
POST A COMMENT