Advertisement

Koushani Mukherjee Dancing at Kolkata Streets: বৃষ্টিতে ভিজে নিউ মার্কেটের সামনে তুমুল নাচ কৌশানীর! পা মেলালেন বহুরূপীরা, VIDEO

Koushani Mukherjee VIDEO : দুর্গাপুজোয় মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'বহুরূপী'। বুধবার প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন গান 'ডাকাতিয়া বাঁশি'। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই গানটি ভাইরাল নেট দুনিয়ায়। পশ্চিমবাংলায় নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েই চলেছে। একেবারে বৃষ্টি শহর। তুমুল বৃষ্টির মধ্যেই এবার নিউ মার্কেট চত্বরে নতুন গানের অভিনব প্রচার সারলেন কৌশানী মুখোপাধ্যায়। বৃষ্টিতে ভিজেই তাঁর সঙ্গে পা মেলালেন তাঁর অনস্ক্রিন স্বামী- শিবপ্রসাদ। নায়িকাকে সঙ্গ দিলেন অন্যান্য নৃত্যশিল্পী ও বহুরূপীরাও। দেখে নিন সেই ফ্ল্যাশমবের ঝলক।

Advertisement
POST A COMMENT