Advertisement

Madan Mitra Exclusive Video: ডেবিউ ছবি দেখতে মমতা আসছেন? উত্তর দিলেন অভিনেতা মদন

ফেসবুক লাইভ হোক থেকে রাজনৈতিক মঞ্চ, সর্বক্ষেত্রে সুপারস্টার মদন মিত্র (Madan Mitra)। পশ্চিমবঙ্গের এই বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীকে অনেকে আবার 'বাংলার ক্রাশ' বলতে পছন্দ করেন। রাজনীতির বাইরেও বিভিন্ন ক্ষেত্রেও সংবাদের শিরোনামেই থাকেন তিনি। ফের আলোচনা তাঁকে নিয়ে। তবে এবারের কারণটি একেবারে আলাদা। বড় পর্দায় আসতে চলেছে মদন মিত্রের ডেবিউ ছবি। আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হরনাথ চক্রবর্তীর নতুন ছবি 'ওহ লাভলি'। ছবিতে মুখ্য চরিত্রে ডেবিউ করছেন দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন রাজনন্দিনী পাল। তৃণমূল বিধায়কের প্রথম ছবি দেখতে কি আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? bangla.aajtak.in-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উত্তর দিলেন মদন মিত্র।

Advertisement
POST A COMMENT