Advertisement

Manjusha Neogi Death: এবার বিদিশার বন্ধু অভিনেত্রী-মডেলের ঝুলন্ত দেহ, কে এই মঞ্জুষা?

টেলি অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey) ও মডেল -অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumder) মতো শহরে ফের উদ্ধার আরেক অভিনেত্রী - মডেলের ঝুলন্ত দেহ। পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয়, অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogi) ঝুলন্ত দেহ। শোনা যাচ্ছে, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছ... বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা, এমনটাই দাবি পরিবারের। মঞ্জুষার মা জানান, হতাশার জেরেই আত্মহত্যা করেছে মেয়ে। এখনও কোনও সুইসাইড নোট না মেলায়, এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

tollywood actress model manjusha neogi commit suicide

Advertisement